Cricket

আজ ওয়ার্নের মন্ত্রই অস্ত্র স্যামসনদের

সোমবার রাতে রাজস্থানের ফেসবুকে পোস্ট করা এক ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে শ্রেয়স গোপাল, রাহুল তেওটিয়াদের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলীয় লেগস্পিনার এবং রাজস্থানের মেন্টর ওয়ার্ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৫:৪৫
Share:

ছবি: পিটিআই।

তিনি দুবাই পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েক দিন আগেই। নিভৃতবাসের মেয়াদ শেষ হওয়ার পরে মাঠেও দেখা গিয়েছিল এই কিংবদন্তি স্পিনারকে। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন রাজস্থান রয়্যালসের নেটেই নেমে পড়লেন শেন ওয়ার্ন। এবং, দলের স্পিনারদের পরামর্শ দিলেন কী ভাবে কী করতে হবে।

Advertisement

সোমবার রাতে রাজস্থানের ফেসবুকে পোস্ট করা এক ভিডিয়োয় দেখা গিয়েছে কী ভাবে শ্রেয়স গোপাল, রাহুল তেওটিয়াদের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলীয় লেগস্পিনার এবং রাজস্থানের মেন্টর ওয়ার্ন। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার কখনও গ্রিপ দেখিয়ে দিচ্ছেন, কখনও বা বলে দিচ্ছেন ডেলিভারির সময় কতটা জোরে বল ছাড়তে হবে। দলের লেগস্পিনারদের ওয়ার্ন বলেছেন, ‘‘বল করার সময় শেষ কয়েক পা একটু দ্রুত এসে করা যেতে পারে।’’ কখনও বা পরামর্শ দিয়েছেন, ‘‘ব্যাটসম্যান মাঝে মাঝে চাইবে যাতে বোলার যেন তাড়াতাড়ি বল করে। কিন্তু ওই ফাঁদে পা দেবে না। তখনই বল করব, যখন তুমি পুরো তৈরি হবে। ব্যাটসম্যানের চাপে পড়ে তাড়াহুড়ো করবে না।’’

ফর্মের বিচারে মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য এগিয়েই শুরু করবে রাজস্থানের চেয়ে। লিগ টেবলের উপরের দিকে থাকা মুম্বইয়ের হাতে আছে হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ডের মতো পাওয়ারহিটার। এমনকি, ক্রুণাল পাণ্ড্যও শেষ ম্যাচে দেখিয়ে দিয়েছেন তিনি কী করতে পারেন। মঙ্গলবার আবু ধাবিতে রাজস্থানের বিরুদ্ধে নামার আগে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘‘শেষের দিকে ব্যাট করার জন্য হাতে তিন জন পাওয়ারহিটার থাকাটা খুবই ভাল ব্যাপার। এ রকম ব্যাপার নিয়ে মাথাব্যথা হওয়াটা মন্দ নয়। তবে আসল ব্যাপারটা হল, কে কেমন ফর্মে থাকে।’’

Advertisement

পাঁচ ম্যাচে তিনটেয় জিতেছে মুম্বই। হার্দিক-পোলার্ড জুটি যে জয়ে বড় ভূমিকা নিয়েছে। নিজেদের মিডল অর্ডার নিয়ে রোহিত বলেছেন, ‘‘আমরা ম্যাচের পরিস্থিতি, কোন দিকে খেলা গড়াচ্ছে এ সব দেখেই সিদ্ধান্ত নিই কাকে কখন নামানো হবে।’’

শারজায় পর-পর দুটো ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল রাজস্থান। কিন্তু শেষ দুটো ম্যাচ হারতে হয়েছে তাদের। জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনের উপরে অতিরিক্ত নির্ভরতা তাদের ডুবিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, ‘‘রবিন উথাপ্পা, রিয়ান পরাগদের জন্য দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে।’’ রাজস্থানের মিডল অর্ডারে এই দুই ব্যাটসম্যানের খারাপ ফর্ম সমস্যায় ফেলেছে দলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন