Virat Kohli

আজ বিরাট বনাম রোহিত

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার লড়াইয়ে পরিসংখ্যান রোহিতদের দিকে। শেষ ১৪টি ম্যাচে ১০টিতেই জিতেছে চার বারের চ্যাম্পিয়ন মুম্বই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০৪:০২
Share:

বিরাট না রোহিত, কে জিতবেন? —ফাইল চিত্র।

একটা দল চার বারের আইপিএল চ্যাম্পিয়ন। অন্য দলটি এখনও ট্রফি জেতেনি। কিন্তু তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করে দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে টুইটারে পোস্ট করা ভিডিয়োয় রোহিত বলেছেন, ‘‘মনে রাখতে হবে, এই ম্যাচটা কিন্তু আমাদের কাছে মোটেই সোজা হবে না। জিততে গেলে আমাদের দারুণ পরিশ্রম করতে হবে।’’ ফর্মের বিচারে অবশ্য বিরাট কোহালির আরসিবির চেয়ে এগিয়ে আছে রোহিতের মুম্বই। দু’দলই একটা করে ম্যাচ জিতলেও মুম্বই ব্যাটসম্যানদের শেষ ম্যাচে ছন্দে দেখিয়েছে। আবার আরসিবি-কে শেষ ম্যাচে চূর্ণ করে কিংস ইলেভেন পঞ্জাব। কোহালিদের ব্যাটিং ও বোলিং— দুইই প্রশ্নের মুখে পড়ে যায়। কিন্তু রোহিত সতর্ক থাকতে চান। তিনি বলেছেন, ‘‘আরসিবির দলটা খুবই শক্তিশালী। সেটা আমাদের মাথায় রাখতে হবে।’’

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার লড়াইয়ে পরিসংখ্যানও রোহিতদের দিকে। শেষ ১৪টি ম্যাচে ১০টিতেই জিতেছে চার বারের চ্যাম্পিয়ন মুম্বই। কোহালিদের বড় সমস্যা, ডেথ বোলিং। আগের ম্যাচেও কে এল রাহুলের ঝড়ের সামনে বিপর্যস্ত দেখিয়েছে ডেল স্টেন, উমেশ যাদবদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন