IPL 2021

IPL 2021: আইপিএল-এ মন্থর পিচে সাফল্যের চাবিকাঠি খুঁজে পেয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার

মাত্র ১২১ রানে বিপক্ষকে আটকে রাখেন নোখিয়ারা। তাঁর মতে এই মন্থর পিচে আসল অস্ত্র হচ্ছে বৈচিত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:২১
Share:

দিল্লির বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন এনরিখ নোখিয়া। —ফাইল চিত্র

আইপিএল-এর প্রথম পর্বে করোনার জন্য খেলতেই পারেননি এনরিখ নোখিয়া। দ্বিতীয় পর্বে দিল্লি ক্যাপিটালসের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। নোখিয়াকে দলের সেরা সম্পদ মনে করছেন ঋষভ পন্থ। সংযুক্ত আরব আমিরশাহির মন্থর পিচে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও দু’টি উইকেট নেন নোখিয়া। তিনি বলেন, “পিচ খুব মন্থর। শ্রেয়াস (আইয়ার) বলছিল সোজা বল মারা বেশ কঠিন এই পিচে। তাই রাজস্থানের ব্যাটসম্যানদের সোজা বল মারতে বাধ্য করছিলাম আমরা। প্রত্যেক বোলার দারুণ বল করল। একে অপরের সঙ্গে ভাবনা ভাগ করি আমরা, যাতে সেটা কাজে লাগাতে পারি।”

Advertisement

মাত্র ১২১ রানে বিপক্ষকে আটকে রাখেন নোখিয়ারা। তাঁর মতে এই মন্থর পিচে আসল অস্ত্র হচ্ছে বৈচিত্র। ব্যাটসম্যানদের বিভিন্ন ধরনের বল করে চিন্তায় ফেলে দিচ্ছেন তিনি। আইপিএল-এর পরেই টি২০ বিশ্বকাপ। সেখানেও যে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবেন নোখিয়া, তা বলাই যায়। সেই সময় সাবধান থাকতে হবে পন্থদের।

আরও পড়ুন:
আরও পড়ুন:

মঙ্গলবার শারজাতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন