IPL 2021

স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কেকেআর, আইপিএল খেলতে কোনও সমস্যা রইল না শাকিব আল-হাসানের

হঠাৎই শাকিব আল-হাসানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৬:০২
Share:

ফের কলকাতার জার্সিকে শাকিব। ফাইল ছবি

হঠাৎই শাকিব আল-হাসানের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তাঁকে প্রতিযোগিতার জন্য আগেই ছাড়পত্র দেওয়া হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা আক্রম খান জানিয়েছিলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তবে শুক্রবার বোর্ডের আর এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, এরকম কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে শাকিবকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বদলে তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে ১৮ মে পর্যন্তই আইপিএলে খেলতে পারবেন শাকিব। তারপর তাঁকে জাতীয় দলে যোগ দিতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ মে থেকে একদিনের সিরিজ রয়েছে বাংলাদেশের।

১৮ মে-র পর রাউন্ড রবিন লিগে কলকাতা নাইট রাইডার্সের আর একটিই ম্যাচ থাকবে। সেটি ২১ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। প্লে-অফে উঠলে আর শাকিবকে পাবে না কেকেআর।

Advertisement

চলতি মাসের শেষের দিকে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিতে চলেছেন শাকিব। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফলের লক্ষ্যেই তিনি আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বোর্ড সেই আবেদন শুনেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement