IPL 2021

IPL 2021: বুড়ো হচ্ছেন ‘ইউনিভার্স বস’, জন্মদিনে তাঁকে কী বললেন সচিন

যে কোনও বোলারের রাতের ঘুম উড়িয়ে দিতে পারেন গেল। তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫১
Share:

ক্রিস গেলের জন্মদিনে সচিনের শুভেচ্ছা। —ফাইল চিত্র

মঙ্গলবার ৪২ বছরে পা দিলেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ তারকা আইপিএল-এ এ দিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যদিও প্রথম একাদশে নেই। টি২০ ক্রিকেটে ১৪২৬১ রান করা এই ব্যাটসম্যানকে টুইটারে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, দীনেশ কার্তিকরা

যে কোনও বোলারের রাতের ঘুম উড়িয়ে দিতে পারেন গেল। তাঁর বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা। অন্যান্য ক্রিকেটাররাও যে পিছিয়ে নেই তা বোঝা গেল মঙ্গলবার। টুইটারে সচিন লেখেন, ‘যত বড়ই বাউন্ডারি হোক, বল যাতে মাঠের বাইরে যায় সেটা ও নিশ্চিত করে । শুভ জন্মদিন ক্রিস গেল।’ কার্তিক লেখেন, ‘গ্যালাক্সির রক্ষা কর্তা থেকে ইউনিভার্স বস, মানুষ গেলকে বিশ্বের বাইরের বলেই মনে করেছে। শুভ জন্মদিন গেল।’

Advertisement

ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেন লেখেন, ‘শুভ জন্মদিন গেল। আমাদের আরও আনন্দ দিতে থাকো।’ অ্যাঞ্জেলো ম্যাথুজ লেখেন, ‘শুভ জন্মদিন ইউনিভার্স বস, খেলা চালিয়ে যাও।’ গেলকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল-এ তাঁর দল পঞ্জাব কিংসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement