IPL 2021

রুতুরাজ-দু’প্লেসির সৌজন্যে কোহলীর বেঙ্গালুরুকে টপকে আবার শীর্ষে ধোনির চেন্নাই

রান তাড়া করতে নেমে এক বারের জন্যেও অস্বস্তিতে পড়েনি চেন্নাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ২৩:১৫
Share:

চেন্নাইকে জেতালেন দু’প্লেসি-রুতুরাজ। ছবি আইপিএল

স্কোরবোর্ডে যথেষ্ট রানই উঠেছিল। কিন্তু চেন্নাই সুপার কিংসের ছন্দে থাকা ব্যাটসম্যানরা এবং বোলিং ব্যর্থতার কারণে আবার হারের মুখ দেখতে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে। ছয় ম্যাচে পঞ্চম বার হারল তারা। লিগ তালিকাতেও সবার শেষে ওয়ার্নাররা। এদিকে, বিরাট কোহলীর আরসিবি-কে টপকে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ধোনির চেন্নাই।

Advertisement

টসে জিতে সঠিক ভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। জনি বেয়ারস্টোকে ২২ রানের মাথায় হারালেও ওয়ার্নারকে যোগ্য সঙ্গত দেন মণীশ পান্ডে। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়েন। তবে লুনগি এনগিডি একই ওভারে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ায় চাপে পড়ে গিয়েছিল হায়দরাবাদ। সেই চাপ কাটিয়ে দেন কেন উইলিয়ামসন। তাঁর ১০ বলে ২৬ রানের সৌজন্যে ১৭১ রানে পৌঁছে যায় হায়দরাবাদ।

তবে রান তাড়া করতে নেমে এক বারের জন্যেও অস্বস্তিতে পড়েনি চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় এবং ফ্যাফ দু’প্লেসি— দু’জনেই চলতি প্রতিযোগিতায় ভাল ছন্দে রয়েছেন। সেই ছন্দ বজায় রেখেই প্রথম উইকেটে দু’জনে ১২৯ রান তুলে দেন। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে যায়। বেশি মারমুখী ছিলেন রুতুরাজ। প্রথম দিকে সে ভাবে খেলতে না পারলেও যত দিন যাচ্ছে তাঁর ব্যাট থেকে তত রান আসছে।

Advertisement

চেন্নাইয়ের হয়ে ম্যাচ শেষ করে আসেন সুরেশ রায়না (অপরাজিত ১৭) এবং রবীন্দ্র জাডেজা (অপরাজিত ৭)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement