Kolkata Knight Ridres

মাঠে নেমে পড়ল কেকেআর, দলে যোগ দিলেন হরভজন, অপেক্ষা শাকিবের

অইন মর্গ্যানের দল যেহেতু এ বার মুম্বইতে খেলবে, তাই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের নৈশালোকে অনুশীলন শুরু করল দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৭:২৯
Share:

নাইট শিবিরে যোগ দিলেন ভাজ্জি। ছবি - টুইটার

কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন হরভজন সিংহ। শনিবার দুপুরে দলে যোগ দেন এই অফ স্পিনার। নিয়মমতো আগামী সাতদিন তাঁকে নিভৃতবাসে থাকতে হবে। ভাজ্জি দলে যোগ দেওয়ার দিনেই মাঠে নেমে পড়ল কেকেআর। অইন মর্গ্যানের দল যেহেতু এ বার মুম্বইতে খেলবে, তাই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের নৈশালোকে অনুশীলন শুরু করল দল।

Advertisement

সাতদিনের নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়েছেন কমলেশ নগরকোটি, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিওয়র ও নবাগত বৈভব অরোরা। দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভের তত্বাবধানে চলছে অনুশীলন।

ইতিমধ্যেই বেগুনি শিবিরে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আমেরিকা হয়ে মুম্বইতে পা রেখেছেন দুই তারকা। তবে নিয়ম অনুসারে তাঁরাও সাত দিনের নিভৃতবাসে রয়েছেন।

Advertisement

গত মরসুম শাহরুখ খানের দলের একেবারেই ভাল যায়নি। দুবারের আইপিএল জয়ী দল সব বিভাগে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছিল। দীনেশ কার্তিকের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে অইন মর্গ্যানের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন কর্তারা। অবশ্য রাসেল ও নারাইন শিবিরে যোগ দেওয়ার আগেই দীনেশ কার্তিক-সহ একাধিক ক্রিকেটার বাধ্যতামূলক সাত দিনের নিভৃতবাসে ঢুকে গিয়েছেন। গত রবিবার মুম্বইয়ে হোটেলে ঢুকে পড়েন তাঁরা।

গত বার লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। তবে এ বারের নিলামে হরভজন সিংহ, শাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের নিয়েছে। এসেছেন অস্ট্রেলিয়ার বেন কাটিংও। কর্নাটকের করুণ নায়ারও নাইটদের দলে ঢুকেছেন। কয়েক দিনের মধ্যে নাইট শিবিরে যোগ দেবেন শাকিব। আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement