KKR

KKR: শুরুর ব্যর্থতা ভুলে এ বারের আইপিএল-এ প্রথম চারে শেষ করতে চায় কলকাতা

২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। এখনও সাতটি ম্যাচ বাকি নাইটদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭
Share:

ব্রেন্ডন ম্যাকালাম মেনে নিচ্ছেন শুরুটা ভাল হয়নি। —ফাইল চিত্র

প্রথম সাতটি ম্যাচে মাত্র দু’টি জয়। চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স। ১৯ তারিখ থেকে শুরু আইপিএল-এর বাকি পর্ব। নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম মেনে নিচ্ছেন শুরুটা ভাল হয়নি। তবে এ বার ভাল ফল করতে মরিয়া নাইটরা।

Advertisement

ম্যাকালাম বলেন, “আইপিএল-এর বাকি পর্বে আমরা ভাল ফল করতে চাই। এমন পরিস্থিতিতে রয়েছি, যেখান থেকে আমাদের ভাল ফল করতেই হবে। মাঠে নিজেদের সেরাটা বার করে আনতে হবে। আমরা জানি কোথায় পৌঁছনো সম্ভব।”

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। এখনও সাতটি ম্যাচ বাকি নাইটদের। প্লে অফে যেতে হলে প্রায় সব ম্যাচ জিততে হবে তাঁদের। পরিস্থিতি যে কঠিন, তা বুঝতে পারছেন ম্যাকালাম। তিনি বলেন, “ছেলেদের বোঝাতে পারিনি কী প্রচণ্ড চাপ ছিল আমার উপর। তবে ছেলেদের এ বার কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। নিজেদের সেরাটা বার করে আনতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement