Dinesh karthik

IPL 2021: কলকাতার জয়ের মাঝে অভিযোগ দীনেশ কার্তিকের বিরুদ্ধে

আইপিএল-এর আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন দীনেশ কার্তিক। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০৯:২৬
Share:

দীনেশ কার্তিক। ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্স আইপিএল-এর ফাইনালে। কিন্তু তার মধ্যেও খারাপ খবর দীনেশ কার্তিককে নিয়ে। তাঁকে তিরস্কার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে আইপিএল-এর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএল-এর আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন দীনেশ কার্তিক। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। এটি লেভেল ১ অপরাধ। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’

Advertisement

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কেকেআর ৩ উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান তোলে। রান তাড়া করে কলকাতা এক বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।

শুক্রবার ফাইনালে কলকাতার সামনে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন