Andre Russel

IPL 2021: বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে নামার আগে সুখবর কেকেআর শিবিরে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ বৃহস্পতিবার। প্লে-অফে যেতে গেলে সেই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ২২:৫৯
Share:

আন্দ্রে রাসেল ফাইল চিত্র

চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন আন্দ্রে রাসেল। মঙ্গলবার বিকেলে আবু ধাবিতে ব্যাট হাতে অনুশীলন করতে নামেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। কিছুদিন আগে জিম করা শুরু করেছিলেন তিনি। এবার ব্যাট করতেও দেখা গেল তাঁকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে রাসেলের। কয়েক সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন তিনি।

Advertisement

রাসেল না থাকলেও দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ বৃহস্পতিবার। প্লে-অফে যেতে গেলে সেই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে। তাই এই ম্যাচে রাসেলের মত অলরাউন্ডারকে খেলাতে মরিয়া কেকেআর। শারজার ধীর গতির উইকেটে তাঁর মিডিয়াম পেস বোলিংও কাজে আসতে পারে। জোরে শট করতে পারা রাসেল ধীর গতির বলকেও নিজের শক্তি প্রয়োগ করে মাঠের বাইরে পাঠাতে পারেন।

Advertisement

প্লে-অফে উঠে গেলে রাসেলকে আরও প্রয়োজন হবে কেকেআর-এর। তাই দ্রুত নিজেকে সুস্থ করে মাঠে ফিরতে চাইছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement