IPL 2021

সাত বছর পর ফাইনালে কলকাতা, শুক্রবার ফাইনালে সামনে ধোনির চেন্নাই

২০১৪ সালের পর ফের ফাইনালে উঠল কলকাতা। ২০১২ সালে প্রথম বার আইপিএল জয়ের সময়ও ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল চেন্নাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৯:০৫
Share:

ফাইনালে উঠল কলকাতা। ছবি আইপিএল

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২৩:১৪ key status

ছয় মেরে জেতালেন রাহুল, ফাইনালে কলকাতা

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল কলকাতা। দলকে জেতালেন রাহুল ত্রিপাঠি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২৩:১৩ key status

আউট নারাইন

ছয় মারতে গিয়ে প্রথম বলেই আউট নারাইন। কলকাতার ২ বলে ৬ চাই।

Advertisement
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২৩:০৯ key status

আউট শাকিব

শেষ ওভারের তৃতীয় বলে আউট শাকিব।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২৩:০৬ key status

আউট মর্গ্যান

১৯তম ওভারের শেষ বলে মর্গ্যান আউট। নিজেদের চাপ নিজেরাই বাড়িয়ে দিল কলকাতা।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:৫৮ key status

কার্তিক আউট

হঠাৎই চাপে পড়ে গেল কলকাতা। ১৮তম ওভারে রাবাডা মাত্র এক রান দিলেন। শেষ বলে তুলে নিলেন কার্তিকের উইকেট।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:৫৪ key status

কলকাতা ১৭ ওভারে ১২৫-৩

জিততে গেলে ১৮ বলে ১১ রান দরকার।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:৫২ key status

আউট শুভমন

অর্ধশতরান থেকে সামান্য দূরে ফিরলেন শুভমন। ৪৬ রান করেছেন তিনি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:৪৬ key status

আউট নীতীশ

মারতে গিয়ে আউট নীতীশ। ১৩ রানে সাজঘরে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:৩৬ key status

১৪ ওভারে কলকাতা ১০৮-১

জিততে গেলে ৩৬ বলে ২৮ দরকার কলকাতার।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:২৯ key status

আউট বেঙ্কটেশ

ছয় মারতে গিয়ে আউট হলেন আয়ার। ৯৬ রানের মাথায় উইকেট হারাল কলকাতা। ৫৫ করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:২৪ key status

অর্ধশতরান আয়ারের

চলতি আইপিএল-এর তৃতীয় অর্ধশতরান হয়ে গেল বেঙ্কটেশ আয়ারের। গুরুত্বপূর্ণ ম্যাচে একার হাতে দলকে টানছেন তিনি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২২:০৯ key status

কেকেআর ৮ ওভারে ৬১-০

ক্রিজে রয়েছেন আয়ার (৩৫) এবং শুভমন (২৩)।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:৫৬

কেকেআর ৬ ওভারে ৫১-০

রান তোলার দৌড়ে ভাল জায়গায় কলকাতা। দুই ওপেনারের ৫০ রানের জুটি হয়ে গেল।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:৪৬

কেকেআর ৪ ওভারে ৩০-০

ক্রিজে রয়েছেন আয়ার (১৭) এবং শুভমন (১৩)।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:৩৯ key status

কলকাতা ২ ওভারে ১৫-০

ক্রিজে রয়েছেন আয়ার (৮) এবং শুভমন (৭)।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:১৩ key status

দিল্লির ইনিংস শেষ ১৩৫-৫-এ

মাভির শেষ বলে ছক্কা মারলেন শ্রেয়স। ২০তম ওভারে ১৫ রান দিলেন মাভি। কলকাতার জিততে গেলে দরকার ১৩৬।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:০৫ key status

রান আউট হেটমায়ার

অবশেষে ফিরলেন হেটমায়ার। ১০ বলে ১৭ করেছেন তিনি। কার্তিক আউট করলেন তাঁকে।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২০:৫৯ key status

দিল্লি ১৮ ওভারে ১১৪-৪

ক্রিজে রয়েছেন হেটমায়ার (১৭) এবং শ্রেয়স (১৫)।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২০:৫৩ key status

আউট নন হেটমায়ার

ছক্কা মারতে গিয়েছিলেন শিমরন। সীমানার আগেই শুভমনের হাতে ধরা পড়েন। কিন্তু রিভিউয়ে দেখা যায় সেটি নো-বল। ফলে ক্রিজে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২০:৪৭ key status

পন্থ আউট

নেমেই মারতে গিয়ে আউট হলেন পন্থ। ফার্গুসনের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৬ রানে ফিরলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement