
ফাইনালে উঠল কলকাতা।
ছবি আইপিএল
ফাইনালে উঠল কলকাতা।
ছবি আইপিএল
অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল কলকাতা। দলকে জেতালেন রাহুল ত্রিপাঠি।
ছয় মারতে গিয়ে প্রথম বলেই আউট নারাইন। কলকাতার ২ বলে ৬ চাই।
শেষ ওভারের তৃতীয় বলে আউট শাকিব।
১৯তম ওভারের শেষ বলে মর্গ্যান আউট। নিজেদের চাপ নিজেরাই বাড়িয়ে দিল কলকাতা।
হঠাৎই চাপে পড়ে গেল কলকাতা। ১৮তম ওভারে রাবাডা মাত্র এক রান দিলেন। শেষ বলে তুলে নিলেন কার্তিকের উইকেট।
জিততে গেলে ১৮ বলে ১১ রান দরকার।
অর্ধশতরান থেকে সামান্য দূরে ফিরলেন শুভমন। ৪৬ রান করেছেন তিনি।
মারতে গিয়ে আউট নীতীশ। ১৩ রানে সাজঘরে ফিরলেন তিনি।
জিততে গেলে ৩৬ বলে ২৮ দরকার কলকাতার।
ছয় মারতে গিয়ে আউট হলেন আয়ার। ৯৬ রানের মাথায় উইকেট হারাল কলকাতা। ৫৫ করে ফিরলেন তিনি।
চলতি আইপিএল-এর তৃতীয় অর্ধশতরান হয়ে গেল বেঙ্কটেশ আয়ারের। গুরুত্বপূর্ণ ম্যাচে একার হাতে দলকে টানছেন তিনি।
ক্রিজে রয়েছেন আয়ার (৩৫) এবং শুভমন (২৩)।
রান তোলার দৌড়ে ভাল জায়গায় কলকাতা। দুই ওপেনারের ৫০ রানের জুটি হয়ে গেল।
ক্রিজে রয়েছেন আয়ার (১৭) এবং শুভমন (১৩)।
ক্রিজে রয়েছেন আয়ার (৮) এবং শুভমন (৭)।
মাভির শেষ বলে ছক্কা মারলেন শ্রেয়স। ২০তম ওভারে ১৫ রান দিলেন মাভি। কলকাতার জিততে গেলে দরকার ১৩৬।
অবশেষে ফিরলেন হেটমায়ার। ১০ বলে ১৭ করেছেন তিনি। কার্তিক আউট করলেন তাঁকে।
ক্রিজে রয়েছেন হেটমায়ার (১৭) এবং শ্রেয়স (১৫)।
ছক্কা মারতে গিয়েছিলেন শিমরন। সীমানার আগেই শুভমনের হাতে ধরা পড়েন। কিন্তু রিভিউয়ে দেখা যায় সেটি নো-বল। ফলে ক্রিজে ফিরলেন তিনি।
নেমেই মারতে গিয়ে আউট হলেন পন্থ। ফার্গুসনের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৬ রানে ফিরলেন।