Moeen Ali

জার্সিতে মদ প্রস্তুতকারী সংস্থার লোগো, পরতে আপত্তি সিএসকে-র মইন আলির

এ বারের নিলামে ৩৩ বছরের ইংরেজ অলরাউন্ডারকে ৭ কোটি টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিংহের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৮:৪৯
Share:

আইপিএল-এ ১৯টি ম্যাচ খেলেছেন মইন।

মদ প্রস্তুতকারী সংস্থার লোগো রয়েছে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। সেই জার্সি পরতে চাননি মইন আলি। ইংরেজ অলরাউন্ডার দলের কাছে আর্জি জানান তাঁর জার্সি থেকে লোগো সরিয়ে দেওয়ার জন্য। সেই দাবি মেনে নিয়েছে চেন্নাই।

Advertisement

এ বারের নিলামে ৩৩ বছরের ইংরেজ অলরাউন্ডারকে ৭ কোটি টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিংহের দল। মইন বলেন, “যে ক্রিকেটাররা ধোনির দলে খেলেছে, তাদের থেকে জেনেছি কী ভাবে সেই ক্রিকেটারদের খেলায় উন্নতি হয়েছে। একজন ভাল অধিনায়ক এটাই করে। আমার মনে হয় সব ক্রিকেটাররাই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ও।”

আইপিএল-এ ১৯টি ম্যাচ খেলেছেন মইন। করেছেন ৩০৯ রান এবং নিয়েছেন ১০টি উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে খেলতেন ইংরেজ অলরাউন্ডার। মইনের আবেদনে তাঁর জার্সি থেকে লোগো সরিয়ে দিল চেন্নাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement