Mohammad Azaharuddin

হায়দরাবাদে হোক আইপিএল, দাবি জানালেন আজহারউদ্দিন

প্রথমিক পরিকল্পনায় হায়দরাবাদ থাকলেও রাজ্য ক্রিকেট সংস্থায় কিছু সমস্যা থাকায় দিল্লিকে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৯:৩৬
Share:

ফাইল চিত্র

হায়দরাবাদে আইপিএলের ম্যাচ হওয়ার দাবিতে সওয়াল করলেন মহম্মদ আজহারউদ্দিনবিসিসিআই এখনও সূচি প্রকাশ না করলেও সূত্রের খবর, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লি ও আমদাবাদে আইপিএলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমিক পরিকল্পনায় হায়দরাবাদ থাকলেও রাজ্য ক্রিকেট সংস্থায় কিছু সমস্যা থাকায় দিল্লিকে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাওয়ের টুইট রিটুইট করে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান লেখেন ‘আমি সমর্থন করছি কে টি রামা রাওয়ের বক্তব্যকে। হায়দরাবাদে আইপিএল করতে সমস্যা হবে না। এই শহরে বিসিসিআইয়ের নির্দেশ মেনে জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা যেতে পারে’।

তবে শুধু হায়দরাবাদ নয়, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালসও নিজেদের মাঠেই আইপিএল করার দাবি জানিয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এ মরসুমের আইপিএল।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন