rishabh pant

তীরে এসে তরী ডুবল, হতাশ ঋষভ পন্থ

শেষদিকে ব্যাঙ্গালোর বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেও লক্ষ্য থেকে এক কদম দূরেই ইনিংস শেষ করতে হয় পন্থদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

আমদাবাদ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ০০:২৭
Share:

হতাশ ঋষভ পন্থ টুইটার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১ রানে হারের পর হতাশ ঋষভ পন্থ। ম্যাচের পর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বলেন, ‘‘আমরা হতাশ। ওরা এই উইকেটে ১০-১৫ রান বেশি করেছিল। তবে শিমরন হেটমায়ার ভাল খেলায় লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। তবুও শেষরক্ষা হল না।’’

Advertisement

শেষদিকে ব্যাঙ্গালোর বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেও, লক্ষ্য থেকে এক কদম দূরেই ইনিংস শেষ করতে হয় পন্থদের। ঋষভ বলেন, ‘‘যখন আমাদের ১৪ অথবা ১৬ রান বাকি ছিল তখন থেকেই আমরা চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক করেছিলাম বল যেমনই আসুক চালিয়ে খেলব।’’

আমদাবাদের পিচ থেকে স্পিনাররা সহায়তা পাননি বলে দাবি করেন পন্থ। তিনি বলেন, ‘‘আমাদের স্পিনাররা সাহায্য পায়নি। সেই কারণেই শেষ ওভারে মার্কাস স্টোইনিসকে বল দিতে বাধ্য হই। সব ম্যাচ থেকেই আমরা ইতিবাচক দিক নিজেদের সামনে তুলে ধরতে চাই। আমাদের দল তরুণদের নিয়ে গড়া। তাই আমরা প্রত্যেকদিন নিজেদের উন্নত করতে চাই।’’

Advertisement

৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল দিল্লি আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে পৌঁছে গেল বিরাট কোহলীর ব্যাঙ্গালোর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন