IPL

আইপিএল-এ ছক্কায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে, ধোনিকে টপকে গেলেন রোহিত

এখনও পর্যন্ত ২০৩ ম্যাচে সর্বাধিক ২১৭টি ছয় মেরেছেন রোহিত। সেখানে ২০৬ ম্যাচে ২১৬টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে চলে গেলেন এম এস ধোনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৫:১০
Share:

ছক্কা মারতে মগ্ন রোহিত শর্মা। ফাইল চিত্র

আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ছয় মেরে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন রোহিত শর্মা। ক্রোড়পতি লিগের ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই নজির গড়েন ‘হিট ম্যান’। এখনও পর্যন্ত ২০৩ ম্যাচে সর্বাধিক ২১৭টি ছয় মেরেছেন রোহিত। সেখানে ২০৬ ম্যাচে ২১৬টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে চলে গেলেন এম এস ধোনি।

Advertisement

গত ম্যাচে ভুবনেশ্বর কুমারের একটি খাটো লেংথের বলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে ফেলে দেন রোহিত। আর তারপরেই ধোনিকে পিছিয়ে এই নজির নিজের নামে করে ফেললেন।

যদিও আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নজির ক্রিস গেলের নামে আছে। মাত্র ১৩৪ ম্যাচে ৩৫১টি ছয় মেরে শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’। ১৭১ ম্যাচে ২৩৭টি ছয় মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স।

Advertisement

গ্রাফিক: নিরুপম পাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন