IPL Auction 2021

পূজারা, হনুমা, সচিনপুত্র-সহ ২৯২ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম ১৮ ফেব্রুয়ারি

নিলামের আগে দেখে নেওয়া যাক কোন দলের কাছে রয়েছে কত টাকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১২:১০
Share:

নিলামের উঠছেন ২৯২ জন ক্রিকেটার। ছবি: টুইটার থেকে

১১১৪ জন ক্রিকেটার এ বারের আইপিএল নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। ৮ দল মিলিয়ে ২৯২ জন ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছে নিলামের জন্য। সেই ক্রিকেটারদের নিয়েই আগামী বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হতে চলেছে নিলাম। কারা রয়েছেন সেই তালিকায়?

Advertisement

ভারতের টেস্ট দলের অন্যতম প্রধান ক্রিকেটার চেতেশ্বর পূজারা। বহু দিন আইপিএল বিশ্ব থেকে দূরে ছিলেন তিনি। আইপিএল ২০২১-এ তাঁকে ফের দেখা যেতে পারে। ২৯২জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কিংস ইলিভেন পঞ্জাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার মাঠে নিজের কেরিয়ারের সব চেয়ে বেশি বল খেলে অর্ধশতরান করার রেকর্ড করেছিলেন তিনি। তাঁকেই এ বার খেলতে দেখা যেতে পারে আইপিএলে। নিলামে থাকছেন হনুমা বিহারীও। পূজারা নিজের দাম রেখেছেন ৫০ লক্ষ টাকা, হনুমা রেখেছেন ১ কোটি টাকা।

নিলামে থাকছেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশগ্রহণ করার ফলে আইপিএল নিলামে নিজের নাম তুলতে কোনও অসুবিধা রইল না তাঁর। নুন্যতম ২০ লক্ষ টাকা লাগবে তাঁকে দলে নিতে হলে।

Advertisement

আইপিএলে প্রথম বার দেখা যেতে চলেছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানেকে। ১ কোটি টাকা দাম রেখেছেন তিনি নিজের। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে নিয়মিত খেললেও এখনও অবধি টি২০ খেলেননি লাবুশানে। নিলামে সব চেয়ে দামি ক্রিকেটারের তালিকায় থাকছেন হরভজন সিংহ, কেদার যাদব। তাঁরা নিজেদের দাম রেখেছেন ২ কোটি টাকা। বিদেশিদের মধ্যে ২ কোটি টাকা দাম রেখেছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, শাকিব আল হাসান, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্ল্যানকেট, জেসন রয়, এবং মার্ক উড।

শ্রীসন্থ নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন বলে জানা গিয়েছিল। কোনও দলের তরফে যদিও তাঁর নাম জমা দেওয়া হয়নি। ফলে আইপিএল নিলামে থাকছেন না তিনি।

নিলামে উঠবেন ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি ক্রিকেটার, সঙ্গে থাকছেন ৩ সহযোগী রাষ্ট্রের ক্রিকেটার। দেখে নেওয়া যাক কোন দলের কাছে রয়েছে কত টাকা।

সব চেয়ে বেশি টাকা রয়েছে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে। লোকেশ রাহুলের দল নিলামে যাবেন ৫৩ কোটি ১০ লক্ষ টাকা। ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২২ কোটি ৯০ লক্ষ টাকা। কলকাতার কাছে রয়েছে ১০ কোটি ৮৫ লক্ষ টাকা। বিরাটদের দলের কাছে রয়েছে ৩৫ কোটি ৭০ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লক্ষ টাকা। আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ১৫ কোটি ৩৫ লক্ষ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ দলের কাছে রয়েছে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা। সব চেয়ে কম টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। নিলামে তারা যাবে ৯ কোটি টাকা নিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন