Sport Gallery

আইপিএল নিলামে স্টার হতে পারেন অন্য লিগের এই ক্রিকেটাররা

আইপিএলের নিলামে চেনা মুখ ছাড়িয়ে চমক দিতে পারেন বেশ কিছু অচেনা মুখ। আইপিএলে না খেললেও বিশ্বের নানা প্রান্তের শর্ট ফরম্যাটের ক্রিকেটের তারকা তাঁরা। ফলে এ বারের নিলামে তাঁরাই হয়ে উঠতে পারেন ডার্ক হর্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১১:০৩
Share:
০১ ০৬

আইপিএলের নিলামে চেনা মুখ ছাড়িয়ে চমক দিতে পারে বেশ কিছু অচেনা মুখ। আইপিএলে না খেললেও বিশ্বের নানা প্রান্তের শর্ট ফরম্যাটের ক্রিকেটের তারকা তাঁরা। ফলে এ বারের নিলামে তাঁরাই হয়ে উঠতে পারেন ডার্ক হর্স।

০২ ০৬

এ বারের আইপিএলের নিলামে বেশির ভাগ দলেরই নজরে রয়েছেনবরুণ চক্রবর্তী। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (টিএনপিএল)-এবহু ব্যাটসম্যানই এই স্পিনারের বলে খাবি খেয়েছেন। ২০১৮-য় মাদুরাই প্যান্থার্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর বরুণের ইকনমি রেট ছিল ৪০ ওভারে ৪.৭।তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

Advertisement
০৩ ০৬

আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় মেরে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছিলেন হজরতুল্লাহ জাজাই। চলতি বছরের অক্টোবরে ওই নজির গড়ার পথে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও(১২ বলে) ছুঁয়ে ফেলেনকাবুল জ়োয়ানানের এই বাঁ হাতি ওপেনার। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের ২০ বছরের জাজাই আরও চমক দিতে পারেন এই নিলামে।

০৪ ০৬

সংযুক্ত আরব আমিরশাহির টি-টেন লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন হার্ডাস ভিয়ুন। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলারের গতিতে ধরাশায়ী হয়েছিলেন ১৮ জন ব্যাটসম্যান। প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপের দলে তাঁকে দেখা না গেলেও আইপিএলে চমক দিতে পারেন হার্ডাস।

০৫ ০৬

দক্ষিণ আফ্রিকার এমজাঞ্জি সুপার লিগে স্টার ছিলেন রিজা হেনড্রিকস। কেরিয়ারের শুরুতে তেমন সফল না হলেও ২০১৮-তে এই টপ অর্ডার ব্যাটসম্যানের স্কিলে মুগ্ধ হয়েছেন অনেকেই। ডেথ ওভারেও তাঁর ফিনিশার হিসাবেও কামাল করেছেন রিজা। ৫০ লক্ষ টাকা বেস প্রাইস থাকায় অনেক দলের নজরেই রয়েছেন এই হার্ড হিটার।

০৬ ০৬

২০১৮-র ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচহয়েছিলেন খেরি পিয়ের। মূলতএইবাঁ-হাতি স্পিনারের পারফরম্যান্সে ভর করেই ত্রিবাঙ্গো নাইট রাইডার্স টুর্নামেন্টেরফাইনালে পৌঁছয়। শিমরন হেটমায়ারের মতোই এ বারের আইপিএল নিলামে জ্বলে উঠতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement