পঞ্জাবকে হারিয়ে দুরন্ত জয় গুজরাত লায়ন্সের

আইপিএল-এ জয় দিয়ে শুরু করল রায়নার নতুন দল। এদিন কিংস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে দিল গুজরাত লায়ন্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুরেশ রায়না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের লক্ষ্যমাত্র রেখেছিল পঞ্জাব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ২৩:৫৬
Share:

আইপিএল-এ জয় দিয়ে শুরু করল রায়নার নতুন দল। এদিন কিংস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে দিল গুজরাত লায়ন্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুরেশ রায়না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রানের লক্ষ্যমাত্র রেখেছিল পঞ্জাব। ওপেন করতে এসে মুরলী বিজয়ের ৪২ ও মনন ভোরার ৩৮ রানের ইনিংসে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে দিয়েছি পঞ্জাবকে। এই দু’জন প্যাভেলিয়নে ফিরতেই কমে আসে রানের গতি। অধিনায়ক ডেভিড মিলার ১৫ ও ম্যাক্সওয়েলকে ২ রানে প্যাভেলিয়নে ফিরিয়ে দেন ব্র্যাভো। এর পর ঋদ্ধিমান সাহার ২০ ও মার্কাস স্তইনিসের ৩৩ রানের ইনিংস কিছুটা ভরসা দেয় দলকে। এই দু’জনও শিকার হন ব্র্যাভোর বলের। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬১ রানে শেষ হয় প্রীতি জিন্টার দলের ইনিংস। ব্র্যাভো একাই নেন চার উইকেট। জোড়া উইকেট রবীন্দ্র জাদেজার।

Advertisement

জবাবে ব্যাট করতে এসে ১৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। দুরন্ত অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৭৪ রান। আর এক ওপেনার ম্যাকালাম খাতা খুলতেই ব্যর্থ হন। এমন অবস্থায় ফিঞ্চের সঙ্গে যোগ্য সঙ্গত দীনেশ কার্তিকের অপরাজিত ৪১ রানের ইনিংস। রায়নার ব্যাট থেকে আসে ৯ বলে ২০ রান। যার ফলে সহজেই হোম টিমকে হারিয়ে আইপিএল শুরু করল নবম আইপিএল-এর নবাগত এই দল। ম্যাচের সেরা হয়েছেন ফিঞ্চ।

আরও খবর

Advertisement

ফিরে এসে বুঝলাম কতটা মিস করেছি: ব্র্যাড হগ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement