আইপিএল-শুনানি ফের আজ

আইপিএল নিয়ে আইনি জট খুলল না মঙ্গলবারেও। মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য থেকে আইপিএলের ম্যাচ সরিয়ে নেওয়া—এ ব্যাপারে বম্বে হাইকোর্ট রায় দিতে পারল না এ দিনও। পরবর্তী শুনানি আজ, বুধবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ০৫:০২
Share:

আইপিএল নিয়ে আইনি জট খুলল না মঙ্গলবারেও। মহারাষ্ট্রের সাম্প্রতিক খরা পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য থেকে আইপিএলের ম্যাচ সরিয়ে নেওয়া—এ ব্যাপারে বম্বে হাইকোর্ট রায় দিতে পারল না এ দিনও। পরবর্তী শুনানি আজ, বুধবার।

Advertisement

এ দিনই বম্বে হাইকোর্টে রাজ্যের সাম্প্রতিক খরা পরিস্থিতির কারণে মহারাষ্ট্রের তিন শহর— মুম্বই, পুণে এবং নাগপুর থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারে জোরালো শুনানি হয়। বুধবার এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উত্তর শুনবে আদালত। আরও জানা গিয়েছে, এ দিন আদালত বোর্ডের কাছে জানতে চায়, তীব্র জলকষ্টে কাহিল অ়ঞ্চলগুলোতে তারা প্রতিদিন ৪০ লক্ষ লিটার জল পৌঁছে দিতে পারবে কি না। এর আগেই বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল, খরা পরিস্থিতির মোকাবিলায় আর্থিক সাহায্য করবে বোর্ড। এ দিন বম্বে হাই কোর্ট সেই আর্থিক সাহায্যের পরিমাণ কতটা তাও জানাতে বলেছে বোর্ডকে।

মঙ্গলবার বোর্ডের আইনজীবী রফিক দাদা পিচ সংরক্ষণের নমুনা জল আদালতে পেশ করে বলেন, ‘‘পিচ রক্ষণাবেক্ষণের জন্য যে জল ব্যবহার করা হচ্ছে তা কোনওমতেই পানযোগ্য নয়।’’ তিনি আরও বলেন, ‘‘পুণে ও মুম্বইয়ের পিচে ব্যবহারের জন্য নিকাশী জল রিসাইক্লিং করেই ব্যবহারের পরিকল্পনা রয়েছে বোর্ডের।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন