হায়দরাবাদের কাছে হেরে আইপিএল শেষ নাইটদের

হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে ট্রফির আশা শেষ কলকাতার। একা ভুবনেশ্বর কুমারই শেষ করে দিল কলকাতার ব্যাটিংকে।মোক্ষম সময়ে নিলেন ৩ উইকেট। নির্ধারিত ওভারে কলকাতার ইনিংস শেষ হয়ে গেল ১৪০ রানে।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৯:৪৪
Share:

হায়দরাবাদ ১৬২/৮ (২০ ওভার)

Advertisement

কলকাতা ১৪০/৮ (২০ ওভার)

২২ উইকেটে কলকাতাকে হারিয়ে জয় হায়দরাবাদের

Advertisement

হায়দরাবাদের কাছে ২২ রানে হেরে ট্রফির আশা শেষ কলকাতার। একা ভুবনেশ্বর কুমারই শেষ করে দিল কলকাতার ব্যাটিংকে।মোক্ষম সময়ে নিলেন ৩ উইকেট। নির্ধারিত ওভারে কলকাতার ইনিংস শেষ হয়ে গেল ১৪০ রানে।

টস জিতে বোলিং নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে হায়দরাবাদ।৪৪ রানের ইনিংস খেলেন যুবরাজ সিংহ। এটাই ব্যাক্তিগত সর্বোচ্চ রান। কলকাতার হয়ে বল হাতে সফল কুলদীপ যাদব তিনটি উইকেট নেন। দুটো করে উইকেট মর্কেল ও হোল্ডারের। ফিট হয়ে নাইট শিবিরে আন্দ্রে রাসেলের ঢোকার খবর থাকলেও তিনি ফেরেননি। দুই দলের সামনেই ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জ। এই স্বাদ অনেক আগেই পেয়েছে কলকাতা। কিন্তু হায়দরাবাদের সামনে নতুন প্রাপ্তি। যদিও এই আইপিএল-এ কলকাতার বিরুদ্ধে্ দু’বারই হারতে হয়েছে সানরাইজার্সদের।

• হায়দরাবাদের কাছে হেরে আইপিএল শেষ কলকাতা নাইট রাইডার্সের। ২২ রানে জয় সানরাইজার্সের।

• ২০ ওভারে কলকাতা ১৪০/৮।

• ভুবনেশ্বরকে তুলে মারতে গিয়ে কাটিংকে ক্যাচ দিয়ে ফিরলেন হোল্ডার।

• আউট...

• বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

• ব্যাট করতে এসেছেন নারিন।

• ভুবনেশ্বরের বলে বোল্ড সথীশ। করলেন ৮ রান।

• আউট...

• কঠিন কলকাতার জন্য।

• শেষ ওভারে কলকাতার দরকার ২৫ রান। হাতে রেছে ৪ উইকেট।

• এই ওভারে এল ৮ রান।

• ১৯ ওভারে কলকাতা ১৩৮/৬।

• রান আউটের আবেদন খারিজ।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ১৮ ওভারে কলকাতা ১৩০/৬।

• সথীশের সঙ্গে ব্যাট করতে এসেছেনজেসন হোল্ডার।

• ভুবনেশ্বর কুমারের বলে হুদাকে ক্যাচ দিয়ে আউট মনীশ পাণ্ডে। করলেন ৩৬ রান।

• আউট...

• ৩৬ রানের ব্যাট করছেন মনীশ পাণ্ডে।

• ১৭ বলে কলকাতার দরকার ৩৮ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• ১৭ ওভারে কলকাতা১২৪/৫।

• মনীশ পাণ্ডের সঙ্গে ব্যাট করতে এসেছে রাজাগোপাল সথীশ।

• ২৪ বলে কলকাতার দরকার ৪৭ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

• ১৬ ওভারে কলকাতা ১১৬/৫।

• এনরিকসের বলে ধবনকে ক্যাচ দিয়ে আউট সূর্যকুমার যাদব। করলেন ২৩ রান।

• আউট...

• জিততে হলে কলকাতাকে ২৮ বলে ৫০ রান নিতে হবে। হাতে রয়েছে ৬ উইকেট।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৫ ওভারে কলকাতা ১১০/৪।

• স্রানের বলে যাদবের ছক্কা। ক্যাচ ফেললেন মুস্তাফিজুর।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ১৪ ওভারে কলকাতা ১০০/৪।

• ৪২ বলে কলকাতার দরকার ৭১ রান।

• এই মুহূর্তে ব্যাট করছেন মনীশ পাণ্জে ও সূর্যকুমার যাদব।

• এই ওভারে থেকে এল ১১ রান।

• ১৩ ওভারে কলকাতা ৯২/৪।

• মুস্তাফিজুরকে পাণ্ডে ও যাদবের বাউন্ডারি।

• এই ওভারে এল ১১ রান।

• ১২ ওভারে কলকাতা ৮১/৪।

• শর্মাকে পাণ্ডের ছক্কা।

• এই ওভারেও এল মাত্র ৪ রান।

• ১১ ওভারে কলকাতা ৭০/৪।

• এনরিকসের বলে ভুবনেশ্বর কুমারকে ক্যাচ দিয়ে আউট পঠান। করলেন মাত্র ২ রান।

• আউট...

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ১০ ওভারে কলকাতা ৬৬/৩।

• কাটিংয়ের বলে শঙ্করকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন গম্ভীর। করলেন ২৮ রান।

• আউট...

• ২৮ রানে ব্যাট করছেন গৌতম গম্ভীর। ২ রানে মনীশ পাণ্ডে।

• এই ওভার থেকে এল ৭ রান।

• ৯ ওভারে কলকাতা ৬৩/৩।

• এই ওভার থেকে এল মাত্র ৩ রান।

• ৮ ওভারে কলকাতা৫৬/২।

• রান আসছে না কেকেআর-এর ব্যাটে। যদিও ক্রিজে রয়েছেন গৌতম গম্ভীর।

• ৭ ওভারে কলকাতা ৫৩/২।

• ১৬ রান করে রান আউট মুনরো।

• আউট...

• এই ওভার থেকে এল ৩ রান।

• ৬ ওভারে কলকাতা ৪৬/১।

• বল করতে এসেছেন মুস্তাফিজুর।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ৫ ওভারে কলকাতা ৪৩/১।

• ভুবনেশ্বর কুমারকে গম্ভীরের বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ৪ ওভারে কলকাতা ৩৪/১।

• স্রানকে মুনরোর বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৮ রান।

• ৩ ওভারে কলকাতা ২৩/১।

• হুদাকে গম্ভীরের ছক্কা।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ২ ওভারে কলকাতা ১৫/১।

• স্রানের বলে এনরিকসকে ক্যাচ দিয়ে আউট উথাপ্পা। করলেন ১১ রান।

• আউট...

• স্রানকে উথাপ্পার বাউন্ডারি।

• ১ ওভারে কলকাতা ৩/০।

• কলকাতার ব্যাটিং শুরু।

• ২০ ওভারে হায়দরাবাদ ১৬২/৮।

• মর্কেলের বলে পাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট ভুবনেশ্বর কুমার।

• আউট....

• মর্কেলকে বিপুল শর্মার জোড়া ওভার বাউন্ডারি।

• ১৯ ওভারে হায়দরাবাদ ১৪৮/৭।

• হোল্ডারের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট নমন ওঝা। করলেন ৭ রান।

• আউট...

• হোল্ডারের বলে বোল্ড যুবরাজ সিংহ। করলেন ৪৪ রান।

• আউট...

• এই ওভার থেকে এল ১০ রান।

• ১৮ ওভারে হায়দরাবাদ ১৪৩/৫।

• এই ওভার থেকে এল ৯ রান।

• ১৭ ওভারে হায়দরাবাদ ১৩৩/৫।

• কুলদীপকে যুবরাজের জোড়া বাউন্ডারি।

• কুলদীপের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট কাটিং।

• আউট...

• এই ওভার থেকে এল ১৫ রান।

• ১৬ ওভারে হায়দরাবাদ ১২৪/৪।

• হোল্ডারকে যুবরাজের বাউন্ডারি।

• ২১ রান করে রান আউট হুদা।

• আউট...

• হোল্ডারকে হুদার ওভার বাউন্ডারি যুবরাজের বাউন্ডারি।

• হোল্ডারকে হুদার ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ১১ রান।

• ১৫ ওভারে হায়দরাবাদ ১০৯/৩।

• নারিনকে হুদার ওভার বাউন্ডারি।

• এই ওভার থেকে এল ৪ রান

• ১৪ ওভারে হায়দরাবাদ ৯৮/৩।

• এই ওভার থেকে এল ১২ রান।

• ১৩ ওভারে হায়দরাবাদ ৯৪/৩।

• পরের বলেই ওভার বাউন্ডারি যুবরাজের।

• কুলদীপ যাদবকে যুবরাজের বাউন্ডারি।

• ১২ ওভারে হায়দরাবাদ ৮২/৩।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ১১ ওভারে হায়দরাবাদ ৭৩/৩।

• ক্রিজে এখন দুই নতুন ব্যাটসম্যান যুবরাজ সিংহ ও দীপক হুদা।

• ১০ ওভারে হায়দরাবাদ ৭১/৩।

• পর পর দু’বলে দুই উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব।

• কুলদীপের বলে বোল্ড ডেভিড ওয়ার্নার। করলেম ২৮ রান।

• আউট...

• কুলদীপের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট এনরিকস, করলেন ৩১ রান।

• আউট...

• কুলদীপকে এনরিকসের ওভার বাউন্ডারি।

• ৯ ওভারে হায়দরাবাদ ৬২/১।

• হোল্ডারকে এনরিকসের বাউন্ডারি।

• বড় শট নিতে না পারলেনও সিঙ্গলস নিয়ে রান তোলার চেষ্টায় হায়দরাবাদ।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৮ ওভারে হায়দরাবাদ ৫৩/১।

• এই ওভার থেকে এল ৪ রান।

• ৭ ওভারে হায়দরাবাদ ৪৭/১।

• এই ওভার থেকে ১২ রান এল হায়দরাবাদের ঘরে।

• ৬ ওভারে হায়দরাবাদ ৪৩/১।

• বল করতে এসেছেন সুনীল নারিন।

• এই ওভার থেকে এল ১০ রান।

• ৫ ওভারে হায়দরাবাদ ৩১/১।

• শেষ বলে এনরিকসের ওভার বাউন্ডারি।

• নিজের বলেই ওয়ার্নারের ক্যাচ ফেললেন পঠান।

• এই ওভার থেকে এল ৬ রান।

• ৪ ওভারে হায়দরাবাদ ২১/১।

• ৩ ওভারে হায়দরাবাদ ১৫/১।

• ব্যাট করতে এসেছেন মোয়েসেস এনরিকস।

• ২ ওভারে হায়দরাবাদ ১২/১।

• মর্কেলের বলে বোল্ড শিখর ধবন। করলেন ১০ রান।

• আউট....

• মর্কেলকে ধবনের জোড়া বাউন্ডারি।

• ১ ওভারে হায়দরাবাদ ৪/০।

• বল করছেন ইউসুফ পঠান।

• ব্যাট করতে নেমেছেন শিখর ধবন ও ডেভিড ওয়ার্নার।

• খেলা শুরু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement