IPL 2023

পুরনো দলের বিরুদ্ধে ধ্বংসলীলা! ইডেনে নাইটদের হারিয়ে রাহানের মুখে এক জনের নাম, কে তিনি?

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন অজিঙ্ক রাহানে। তাঁর এই ধ্বংসলীলার নেপথ্যে এক জনের নাম নিয়েছেন চেন্নাইয়ের ব্যাটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৩:৩২
Share:

ইডেন গার্ডেন্সে ব্য়াট হাতে ঝড় তুলেছিলেন অজিঙ্ক রাহানে। ২৯ বলে ৭১ রান করেছেন তিনি। —ফাইল চিত্র

গত বার যে দলে তিনি ছিলেন এ বার সেই দলের বিরুদ্ধেই ধ্বংসলীলা চালিয়েছেন অজিঙ্ক রাহানে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটার। পুরনো দল বলেই কি রানের বেশি তাগিদ ছিল রাহানের! এই প্রশ্নের জবাবে এক জনেরই নাম করলেন রাহানে।

Advertisement

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনির নাম টেনে আনেন রাহানে। তিনি বলেন, ‘‘যখন আপনি অতিরিক্ত চিন্তা না করে শুধু নিজের ব্যাটিং উপভোগ করেন তখন খেলা অনেক সহজ হয়ে যায়। আমার এখন সেটাই হয়েছে। আমি শুধু নিজের খেলা উপভোগ করছি। আর সেটা হয়েছে শুধুমাত্র ধোনি ভাইয়ের জন্য।’’

ধোনির কাছে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন রাহানে। সেটা শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে গিয়ে নয়, জাতীয় দলে থাকাকালীনও। রাহানে বলেছেন, ‘‘ভারতীয় দলে ধোনি ভাইয়ের অধিনায়কত্বে অনেক বছর খেলেছি। আবার চেন্নাইয়ের হয়েও খেলছি। দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা ভাবে কথা বলে ধোনি ভাই। সবার কাজ ভাল ভাবে বুঝিয়ে দেয়। তাই সবাই এত মন খুলে খেলতে পারে। ধোনি ভাইয়ের কথা মাথায় রেখে খেলতে নামি।’’

Advertisement

কলকাতার বিরুদ্ধে প্রথম বল থেকে হাত খুলে খেলা শুরু করেন রাহানে। শেষ পর্যন্ত তাই করেছেন। তিনি জানিয়েছেন, দলের ছন্দ ধরে রাখতে চেয়েছিলেন। রাহানের কথায়, ‘‘আমি যখন নামি তখন দল ভাল জায়গায় ছিল। ওই ছন্দ ধরে রাখতে চেয়েছিলাম। তাই হাত খুলে খেলেছি।’’

এ বারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৫টি ম্যাচ খেলেছেন রাহানে। করেছেন ২০৯ রান। ৫২.২৫ গড় ও ১৯৯.০৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন