Sports News

দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল বেঙ্গালুরু

প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল দিল্লি ডেয়ার ডেভিলসকে। ১৫ রানে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিল বেঙ্গালুরু অধিনায়ক ওয়াটসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ২৩:৫৯
Share:

দুই অধিনায়ক। ছবি: পিটিআই।

বেঙ্গালুরু ১৫৭/৮ (২০ ওভার)

Advertisement

দিল্লি ১৪২/৯ (২০ ওভার)

প্রথম ম্যাচে হারের পর জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল দিল্লি ডেয়ার ডেভিলসকে। ১৫ রানে ম্যাচ জিতে নিল বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিল বেঙ্গালুরু অধিনায়ক ওয়াটসন। প্রথমে ব্যাট করে দিল্লির সামনে ১৫৭ রানের টার্গেট রাখে‌ বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ক্রিস গেইল সঞ্জু স্যামসনের দুরন্ত ক্যাচে প্যাভেলিয়নে ফেরেন ছয় রান করেই। আর এক এক ওপেনার ওয়াটসন আউট হন ২৪ রান করে। ৬৯ রানের ইনিংস খেলে দলকে অনেকটাই এগিয়ে দেন কেদার যাদব। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। দিল্লির হয়ে ক্রিস গেইল তিনটি উইকেট নেন। জোড়া উইকেট জাহির খানের।

Advertisement

আরও খবর: এক ওভার বাকি থাকতেই জয় পঞ্জাবের

জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানেই শেষ হয়ে যায় দিল্লির ওভার। নির্ধারিত ওভারে দিল্লির রান ১৪২/৯। বাবার মৃত্যুর পর দিনই দলের হয়ে ব্যাট করতে নেমে ৫৭ রানের ইনিংস খেলেন ঋষভ। যদিও দলকে জেতাতে পারলেন না তিনি। বেঙ্গালুরুর হয়ে দুটো করে উইকেট নেন বিলি স্তানলেক, ইকবাল আবদুল্লাহ, পবন নেগি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement