Sports News

ধোনি বন্দনায় চেন্নাইয়ানরা

প্লেয়ার আসে প্লেয়ার যায়, কিন্তু কেউ কেউ হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেন। জার্সি পরিবর্তন হলেও অনুভূতি বদলায় না। দল উঠে গেলেও সমর্থকদের মনে লেখা রয়েছে তাঁর নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২১:৩৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

প্লেয়ার আসে প্লেয়ার যায়, কিন্তু কেউ কেউ হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেন। জার্সি পরিবর্তন হলেও অনুভূতি বদলায় না। দল উঠে গেলেও সমর্থকদের মনে লেখা রয়েছে তাঁর নাম।

Advertisement

আজ এ সবই আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে একটি মানুষের জন্যই। চেন্নাইয়ান না হয়েও যিনি চেন্নাই মানুষের নয়নের মণি। হ্যাঁ ঠিকই ধরেছেন। তিনি হলেন, চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির নেতৃত্বে ছ’বার ফাইনাল খেলে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। সমসংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ টি২০ও রয়েছে চেন্নাই। আইপিএলের প্রথম আটটি এডিশনে সব থেকে ধারাবাহিক দল ছিল ধোনির টিম। ছ’বার ফেয়ার-প্লে অ্যাওয়ার্ডও পান রায়না-অশ্বিনরা। দলের প্রতিটি ক্রিকেটারকে একই সুঁতোয় বেঁধে চেন্নাইকে এক পরিবারের রূপ দিয়েছিলেন রাঁচীর রাজপুত্র। মাঠের বাইরে ও ভিতরে চেন্নাই ছিল মাহিময়। দলের কাছে তিনি শুধু অধিনায়কই ছিলেন না, ছিলেন প্রতি ক্রিকেটারের আইডল, বন্ধু এবং পথপ্রদর্শক। ধোনির সান্নিধ্যে বদলে গিয়েছে বহু ক্রিকেটারের জীবন।

আরও খবর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলকাতা বনাম হায়দরাবাদ, লাইভ...

Advertisement

আর এই ইনিংস দেখেই মুগ্ধ চেন্নাই সমর্থকরা। বুকে ধোনির নাম লিখে উচ্ছাস দেখাতে থাকেন চেন্নাইয়ের একদল সমর্থক।

শুধু সমর্থকরাই নন ধোনির এই ইনিংসের প্রশংসা করে টুইট করা হয় সিএসকের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। বলা হয়, ‘কিপ ক্লেম অ্যান্ড ট্রাস্ট এমএস ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন