IPL 2023

হার্দিকদের হারানোর কৃতিত্ব কি শুধু ধোনিদের! ম্যাচ শেষে আরও কার নাম দলের বোলারের মুখে

গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ১৫ রানে জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই জয়ের কৃতিত্ব শুধু নিজেদের ঘাড়ে নিচ্ছেন না দলের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৮:০৪
Share:

গুজরাতের ওপেনার ঋদ্ধিমান সাহাকে আউট করার পরে চেন্নাইয়ের ক্রিকেটারদের উল্লাস। ছবি: আইপিএল

প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ১৫ রানে জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই জয়ের কৃতিত্ব শুধু নিজেদের ঘাড়ে নিতে নারাজ দলের বোলার দীপক চাহার। তাঁর মতে, চেন্নাইয়ের দর্শকদের সমর্থন না থাকলে হয়তো গুজরাতকে হারানো কঠিন হত তাঁদের।

Advertisement

ম্যাচের পরে চাহার বলেন, ‘‘পিচ থেকে আমরা সাহায্য পাচ্ছিলাম। তা ছাড়া যে ভাবে চেন্নাইয়ের দর্শকেরা আমাদের সমর্থন করেছে তাতে ১৭২ রান তাড়া করা সহজ ছিল না। ঘরের মাঠে এ রকম সমর্থন না পেলে জেতা কঠিন হতে পারত। তাই সমর্থকদের অনেক ধন্যবাদ।’’

চাহার আগেও আইপিএলের ফাইনাল খেলেছেন। কিন্তু দলের বাকি বোলাররা নতুন। তুষার দেশপাণ্ডে, মাথিশা পাথিরানা, মাহেশ থিকশানারা এ বারেই প্রথম ফাইনালে উঠেছেন। গুজরাতের বিরুদ্ধে নামার আগে তাঁদের পরামর্শ দিয়েছিলেন চাহার। সে কথাও জানিয়েছেন ধোনিদের বোলার। চাহার বলেন, ‘‘ওদের বলেছিলাম, মাথা ঠান্ডা রাখতে। বল করতে গিয়ে এক-দু’টো চার খেলে হতাশ না হতে। নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে। সেটাই ওরা করেছে।’’

Advertisement

অধিনায়ক ধোনির উপরেও ভরসা ছিল চাহারের। তিনি জানতেন, এ রকম ম্যাচে ধোনি নিজের মগজাস্ত্রের খেলা দেখাবেন। চাহার বলেন, ‘‘ধোনির উপর আমাদের ভরসা ছিল। ও আগেও অনেক বার দলকে ফাইনালে তুলেছে। ধোনি থাকায় বাড়তি সুবিধা পেয়েছি আমরা।’’

গুজরাতের ইনিংসের শেষ বলে ক্যাচ ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে লেগেছিল চাহারের। কয়েক দিন আগেই চোট সারিয়ে উঠেছেন তিনি। তাই সমর্থকরা আবার আশঙ্কায় পড়ে যান। যদিও তাঁদের আশ্বস্ত করে চাহার জানিয়েছেন, ঠিক আছেন তিনি। ভয়ের কিছু নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন