ছবি- সোশ্যাল মিডিয়া
বরাবর নিয়মের বাইরে থাকতে ভালবাসেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ব্যাটিং টেকনিক হোক বা ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন তাঁর শীতল মস্তিষ্কের সিদ্ধান্ত— এ সব কিছুই স্বতন্ত্র করে তুলেছে ধোনিকে। শুধু তাই নয়, জনপ্রিয়তা, ক্রিকেটীয় গ্ল্যামারে এখন কোটি টাকার ব্র্যান্ডের নাম ‘মহেন্দ্র সিংহ ধোনি’। সেই ধোনিকে দেখা গেল পুণে বিমানবন্দরে মেঝেতে বসে খেলা করতে। যা দেখে মুগ্ধ ধোনি-ভক্তরা।
আরও পড়ুন- নাইটদের প্রেরণা এখন সাফল্যের জোড়া পর্ব
সোশ্যাল মিডিয়ায় ধোনির ভক্তদের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের মেঝেতে বসে একটি শিশুর সঙ্গে খেলা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওই শিশু আর কেউ নয়। আইপিএলে ধোনির টিম সতীর্থ ইমরান তাহিরের ছেলে। তাহিরের ছেলেকে কোলে বসিয়ে খেলনা গাড়ি চালানো শেখাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। সোশ্যাল মিডিয়ায় ধোনির এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
' ' 😊 ♥
♥
ধোনির এমন সরল আচরণ এর আগেও দেখা গিয়েছে। কখনও ঝাড়খণ্ড ক্রিকেট দলের হয়ে সতীর্থদের সঙ্গে ট্রেনে চড়েই খেলতে গিয়েছেন তিনি। কখনও বা স্মৃতিবিজরিত খড়্গপুর রেল স্টেশনের চা-ওয়ালা টমাসকে প্রকাশ্যেই বুকে জড়িয়ে নিয়েছেন।
!💜 😎
এই মুহূর্তে ধোনির টিম পুণে সুপারজায়ান্ট প্লে অফে বেশ ভাল জায়গায় রয়েছে। শনিবার উপ্পলে হায়দরাবাদের সঙ্গে খেলা রয়েছে পুণে সুপারজায়ান্টের।