Sports News

দেশে ফিরলেন হাসিম-মিলার

বড় ক্ষতি কিংস ইলেভেন পঞ্জাবের। চলতি আইপিএলে আর ডেভিড মিলার ও হাসিম আমলার সার্ভিস পাবে না প্রীতি জিন্টার দল। এই মরশুমে ‘কিলার’ মিলারকে নিজের ছন্দে পাওয়া না গেলেও হাসিম ছিলেন বিধ্বংসী মেজাজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ২১:০৯
Share:

বড় ক্ষতি কিংস ইলেভেন পঞ্জাবের। চলতি আইপিএলে আর ডেভিড মিলার ও হাসিম আমলার সার্ভিস পাবে না প্রীতি জিন্টার দল। এই মরশুমে ‘কিলার’ মিলারকে নিজের ছন্দে পাওয়া না গেলেও হাসিম ছিলেন বিধ্বংসী মেজাজে। ২টি সেঞ্চুরিও রয়েছে এই ডান হাতি ওপেনারের। শুধু মিলার অথবা হাসিমই নয় চলতি আইপিএলে আর খেলা হবে না কোনও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরই। সাউথ আফ্রিকা বোর্ডের নির্দেশ পাওয়া মাত্রই ২৪মে থেকে শুরু হওয়া সাউথ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের জন্য উড়ে যেতে হচ্ছে সবাইকেই।

Advertisement

আরও খবর: দেশে ফিরলেন ডেভিলিয়ার্স

এর আগে অবশ্য ১৯ ও ২১ মে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ফলে অল্পবিস্তর সমস্যায় পড়বে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। দল গঠনেও আসবে পরিবর্তন। ইতিমধ্যেই জাতীয় দলে খেলার জন্য রবিবার দেশে ফিরে গিয়েছেন দিল্লির কাগিস রাবাডা। ফেরার প্রস্তুতিতে ক্রিস মরিস। কিছু দিনের মধ্যেই দেশে ফিরবেন পুণের ফাফ দু প্লেসি ও ইমরান তাহির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement