IPL 2022

কোন পথে এ বারের আইপিএলে মুম্বইকে দ্বিতীয় বার হারাল কলকাতা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৯:০৪
Share:

—ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১২

৫২ রানে জয় কলকাতার

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০২

রান আউট পোলার্ডও

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০০

আউট কার্তিকেয়

রান আউট হয়ে ফিরলেন কার্তিকেয়।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৪৮

সপ্তম উইকেট হারাল মুম্বই

একে একে ফিরলেন কিশন, স্যামস এবং মুরুগান অশ্বিন। ১০২ রানে ৭ উইকেট হারাল মুম্বই।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩৯

অর্ধশতরান কিশনের

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩৮

আউট ডেভিড

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩২

১২তম ওভারে মাত্র ২ রান দিলেন নারাইন

মুম্বইয়ের রান আটকালেন নারাইন। মাত্র ২ রান দিলেন তিনি।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:২৭

আউট রমনদীপ

দ্বিতীয় উইকেট রাসেলের। এক দিকে ঈশান কিশন রান করলেও উল্টো দিক থেকে ব্যাটার হারাচ্ছে মুম্বই। ব্যাট করতে নেমেছেন টিম ডেভিড। ১১ ওভারে ৮১ রান তুলল মুম্বই।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:০৭

আউট তিলক

দুই উইকেট হারাল মুম্বই। রাসেলের বলে ফিরলেন তিলক। মাত্র ৬ রান করেছেন তিনি।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:৪১ key status

আউট রোহিত

মুম্বইকে ধাক্কা দিলেন সাউদি।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:৩০

মুম্বইয়ের সামনে ১৬৬ রানের লক্ষ্য রাখল কলকাতা

জিততে হলে ১৬৬ রান তুলতে হবে রোহিত শর্মাদের।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:২৬ key status

বুমরার পাঁচ উইকেট

৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। একটি মেডেনও নিয়েছেন তিনি। তাঁর দাপটেই শেষ দিকে বেশি রান তুলতে পারল না কলকাতা। 

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:১৬

৯ উইকেট হারাল কলকাতা

১৯ ওভারে ১৬৪ রান তুলে নিল কলকাতা। ক্রিজে রয়েছেন রিঙ্কু। ১৩ বলে ২২ রান করেছেন তিনি।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৫৭

১৫ ওভারে ১৪০ রান

১৪০ রানে ৫ উইকেট হারাল কলকাতা। এক ওভারে দুই উইকেট নিয়ে চলে গেলেন বুমরা। রাসেল এবং নীতীশ আউট।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৪৭

আউট রাসেল

বুমরার বলে ক্যাচ তুলে দিলেন রাসেল। ৯ রান করে আউট তিনি। ১৪.২ ওভারে কলকাতার ১৩৬ রান।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৪৩ key status

আউট শ্রেয়স

মাত্র ৬ রানে আউট শ্রেয়স। মরুগান অশ্বিনের বলে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দিলেন তিনি।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:২৩ key status

আউট রহাণে

রিভার্স সুইপ মারতে গিয়ে আউট রহাণে। ঘাতক সেই কার্তিকেয়। ২৪ বলে ২৫ রান করলেন রহাণে।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:২১

১০ ওভারে ৮৭ রান

দ্রুত রান তুলছে কলকাতা। ১০ ওভারে ৮৭ রান তুলে ফেললেন রহাণেরা।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:১০

৮ ওভারে ৭৫ রান

বেঙ্কটেশ আউট হতে ক্রিজে এলেন নীতীশ রানা। ১৪ বলে ১৬ রান করে অপরাজিত রহাণে। রানা ১০ বলে অপরাজিত ৭ রানে।

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:০৯ key status

আউট বেঙ্কটেশ

৬ ওভারে ৬৪ রান উঠলেও ফিরে গেলেন বেঙ্কটেশ। কুমার কার্তিকেয়র বলে ক্যাচ তুলে দিলেন কলকাতার বাঁহাতি ওপেনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement