Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2022

কোন পথে এ বারের আইপিএলে মুম্বইকে দ্বিতীয় বার হারাল কলকাতা

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১২

৫২ রানে জয় কলকাতার

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০২

রান আউট পোলার্ডও

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:০০

আউট কার্তিকেয়

রান আউট হয়ে ফিরলেন কার্তিকেয়।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৪৮

সপ্তম উইকেট হারাল মুম্বই

একে একে ফিরলেন কিশন, স্যামস এবং মুরুগান অশ্বিন। ১০২ রানে ৭ উইকেট হারাল মুম্বই।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩৯

অর্ধশতরান কিশনের

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩৮

আউট ডেভিড

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩২

১২তম ওভারে মাত্র ২ রান দিলেন নারাইন

মুম্বইয়ের রান আটকালেন নারাইন। মাত্র ২ রান দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:২৭

আউট রমনদীপ

দ্বিতীয় উইকেট রাসেলের। এক দিকে ঈশান কিশন রান করলেও উল্টো দিক থেকে ব্যাটার হারাচ্ছে মুম্বই। ব্যাট করতে নেমেছেন টিম ডেভিড। ১১ ওভারে ৮১ রান তুলল মুম্বই।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:০৭

আউট তিলক

দুই উইকেট হারাল মুম্বই। রাসেলের বলে ফিরলেন তিলক। মাত্র ৬ রান করেছেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:৪১ key status

আউট রোহিত

মুম্বইকে ধাক্কা দিলেন সাউদি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:৩০

মুম্বইয়ের সামনে ১৬৬ রানের লক্ষ্য রাখল কলকাতা

জিততে হলে ১৬৬ রান তুলতে হবে রোহিত শর্মাদের।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:২৬ key status

বুমরার পাঁচ উইকেট

৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট নিলেন বুমরা। একটি মেডেনও নিয়েছেন তিনি। তাঁর দাপটেই শেষ দিকে বেশি রান তুলতে পারল না কলকাতা। 

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২১:১৬

৯ উইকেট হারাল কলকাতা

১৯ ওভারে ১৬৪ রান তুলে নিল কলকাতা। ক্রিজে রয়েছেন রিঙ্কু। ১৩ বলে ২২ রান করেছেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৫৭

১৫ ওভারে ১৪০ রান

১৪০ রানে ৫ উইকেট হারাল কলকাতা। এক ওভারে দুই উইকেট নিয়ে চলে গেলেন বুমরা। রাসেল এবং নীতীশ আউট।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৪৭

আউট রাসেল

বুমরার বলে ক্যাচ তুলে দিলেন রাসেল। ৯ রান করে আউট তিনি। ১৪.২ ওভারে কলকাতার ১৩৬ রান।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:৪৩ key status

আউট শ্রেয়স

মাত্র ৬ রানে আউট শ্রেয়স। মরুগান অশ্বিনের বলে উইকেটরক্ষক ঈশান কিশনের হাতে ক্যাচ দিলেন তিনি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:২৩ key status

আউট রহাণে

রিভার্স সুইপ মারতে গিয়ে আউট রহাণে। ঘাতক সেই কার্তিকেয়। ২৪ বলে ২৫ রান করলেন রহাণে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:২১

১০ ওভারে ৮৭ রান

দ্রুত রান তুলছে কলকাতা। ১০ ওভারে ৮৭ রান তুলে ফেললেন রহাণেরা।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:১০

৮ ওভারে ৭৫ রান

বেঙ্কটেশ আউট হতে ক্রিজে এলেন নীতীশ রানা। ১৪ বলে ১৬ রান করে অপরাজিত রহাণে। রানা ১০ বলে অপরাজিত ৭ রানে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২০:০৯ key status

আউট বেঙ্কটেশ

৬ ওভারে ৬৪ রান উঠলেও ফিরে গেলেন বেঙ্কটেশ। কুমার কার্তিকেয়র বলে ক্যাচ তুলে দিলেন কলকাতার বাঁহাতি ওপেনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE