Advertisement
০৮ জুলাই ২০২৫
IPL 2025 vs PSL 2025

আইপিএল বনাম পিএসএল, দুই লিগের দামি ক্রিকেটারেরা কত আয় করেন? ঋষভদের সঙ্গে বাবরদের আয়ের ফারাক কতটা?

২০২৫ সালের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। নিলামে তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কেনে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:৩৫
Share: Save:
০১ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

এক দিকে টাকার বন্যা। অন্য দিকে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। দুই লিগের মধ্যে অর্থের ব্যবধানটা যে কতটা, তার প্রমাণ দেওয়ার জন্য একটি তথ্যই যথেষ্ট— আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের বেতন পিএসএলের সবচেয়ে দামি প্রথম ১০ ক্রিকেটারের মিলিত বেতনের চেয়েও অনেকটাই বেশি। এক নজরে দেখে নেওয়া যাক দামিদের তালিকায় থাকা দুই লিগের ১০ ক্রিকেটার কারা।

০২ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

২০২৫ সালের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। নিলামে তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কেনে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার।

০৩ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

২০২৫ সালের পিএসএলের সবচেয়ে দামি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে তাঁর বেতন ঋষভের কাছে নেহাত ‘শিশু’। করাচি কিংসের হয়ে এ বার খেলেছেন বাঁহাতি অসি ব্যাটার। তিনি পেয়েছেন ২.৫৭ কোটি টাকা।

০৪ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

নাইটদের গত বারের অধিনায়ককে এ বার দলে নেয় পঞ্জাব। শ্রেয়সকে দলে নিতে ২৬.৭৫ কোটি টাকা খরচ করে প্রীতি জ়িন্টার দল। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার এ বারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার।

০৫ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

পিএসএলের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ডারিল মিচেল। তবে শ্রেয়সের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কম পেয়েছেন মিচেল। লাহৌর কলন্দর্‌সের হয়ে খেলা এই কিউই ব্যাটার পেয়েছেন এক কোটি ৮৮ লক্ষ টাকা।

০৬ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

আইপিএলের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার। তাঁকে দলে রাখতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে নাইট রাইডার্স।

০৭ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

এর বিপরীতে পিএসএলের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার বাবর আজ়ম। পেশোয়ার জ়ালমির হয়ে খেলার জন্য তিনি পেয়েছেন এক কোটি ৮৮ লক্ষ টাকা।

০৮ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

তালিকার চার নম্বরে রয়েছেন হেনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটারকে ২৩ কোটি টাকা দিয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদ।

০৯ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

পিএসএলের চতুর্থ সর্বোচ্চ দামি ক্রিকেটার ফখর জ়ামান। তিনিও লাহৌর কলন্দর্‌সের হয়ে খেলার জন্য পেয়েছেন এক কোটি ৮৮ লক্ষ টাকা।

১০ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

টাকার অঙ্কে আইপিএল ২০২৫-এর পঞ্চম ধনী ক্রিকেটার বিরাট কোহলি। তাঁকে ২১ কোটি টাকা দিয়েছে ব্যাঙ্গালোর।

১১ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

পিএসএলের পঞ্চম দামি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। লাহৌর কলন্দর্‌স তাঁকে দলে পেতে খরচ করেছে এক কোটি ৮৮ লক্ষ টাকা।

১২ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

টাকার নিরিখে আইপিএলে ছ’নম্বরে রয়েছেন ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। তাঁকেও ২১ কোটি টাকা দিয়েছে লখনউ।

১৩ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

অন্য দিকে পিএসএলের ষষ্ঠ দামি ক্রিকেটার সায়াম আয়ুব। পেশোয়ার জ়ালমির এই ক্রিকেটার পেয়েছেন এক কোটি ৮৮ লক্ষ টাকা।

১৪ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

এর পর আইপিএলে ১৮ কোটি টাকা পেয়েছেন ন’জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, সঞ্জু স্যামসন, রশিদ খান, যশস্বী জয়সওয়াল।

১৫ ১৫
Salary comparison between most expensive players of IPL and PSL

তালিকা দেখেই বোঝা যাচ্ছে টাকার অঙ্কে ঠিক কতটা এগিয়ে রয়েছে আইপিএল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy