Kagiso Rabada

Kagiso Rabada: হার্দিকদের জয়রথ থামিয়ে কোন তরুণ সতীর্থকে কৃতিত্ব দিচ্ছেন রাবাডা

রাবাডা বলেছেন, ‘‘বোলারকে যে কোনও পরিস্থিতিতে বল করার জন্য প্রস্তুত থাকতে হয়। কোন পরিস্থিতিতে কী করলে সে সবথেকে কার্যকর হবে তা ঠিক করতে হয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৫:৪৫
Share:

কাগিসো রাবাডা। ছবি: আইপিএল

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আট উইকেটে জিতে উচ্ছ্বসিত পঞ্জাব কিংসের জোরে বোলার কাগিসো রাবাডা। মঙ্গলবারের জয়ের জন্য তিনি দলের এক তরুণ বোলারকেই কৃতিত্ব দিচ্ছেন।

নিজে দুর্দান্ত বল করেছেন গুজরাতের বিরুদ্ধে। মাত্র ৩৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। কিন্ত একা কৃতিত্ব নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার। বরং গুজরাতকে ১৪৩ রানে আটকে রাখার জন্য তিনি কৃতিত্ব দিচ্ছে দলের বোলারদের শৃঙ্খলাকে। রাবাডা নিজে আক্রমণাত্মক ঋদ্ধিমান সাহাকে আউট করে পাওয়ার প্লে-র সময় গুজরাতকে ধাক্কা দেন। সেই ধাক্কার জেরেই পরে আর গুজরাত রান তোলার গতি তেমন বাড়াতে পারেনি। রাবাডা কিন্তু তা মানতে নারাজ। তিনি প্রশংসা করেছেন সতীর্থ অর্শদীপ সিংহের।

Advertisement

গুজরাতের বিরুদ্ধে উইকেট না পেলেও রাবাডা পঞ্জাবের তরুণ বোলারকে দেখে মুগ্ধ। তিনি বলেছেন, ‘‘ওর স্নায়ুর উপর নিয়ন্ত্রণ দারুণ। বিশেষ করে শেষের দিকের ওভারগুলোয়। খেলাটা ভাল বোঝে। নিজের দক্ষতা প্রয়োগ করতে জানে। ম্যাচের পর পর ম্যাচ কিন্তু সেটাই করছে। কী করতে চায় সে সম্পর্কে স্বচ্ছ ধারনা রয়েছে। কী করতে হবে, সে সম্পর্কে স্বচ্ছ ধারনা রয়েছে ওর। ওকে বেশি কিছু বলার দরকার হয় না।’’ রাবাডা আরও বলেছেন, ‘‘এক জন বোলারকে ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই বল করার জন্য প্রস্তুত থাকতে হয়। কোন পরিস্থিতিতে কী করলে সে সব থেকে বেশি কার্যকর হবে সেটা ঠিক করতে হয়।’’

দলের জয় নিয়ে প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘‘আরও একটা জয় পেলাম আমরা। আমাদের মধ্যে ধারাবাহিকতার একটু অভাব দেখা যাচ্ছে। আমাদের পরের দু’টো ম্যাচ জেতা দরকার। গুজরাতের বিরুদ্ধে আমাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে। ব্যাটাররাও নিজেদের কাজ ঠিকঠাক করেছে। দল হিসেবে পারফরম্যান্স করতে পেরেছি আমরা। এটাই গুরুত্বপূর্ণ।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন