Ravichandran Ashwin

IPL 2022: আরও উন্নতি করতে হবে অশ্বিনকে, কেন এমন বললেন সঙ্গকারা

ঘনিষ্ঠ মহলে অশ্বিনের পরিচয় ক্রিকেট বিজ্ঞানী হিসেবে। খেলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। কিন্তু আইপিএলে বল হাতে তেমন সাফল্য পাননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৮:২২
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: আইপিএল

কয়েক দিন আগেই রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চান। সমালোচনা হলেও এই পথ থেকে সরবেন না তিনি। কিন্তু রাজস্থান রয়্যালসের ক্রিকেট নির্দেশক কুমার সঙ্গকারার মতে, অশ্বিনের উচিত আরও বেশি অফ-স্পিন বল করা।

Advertisement

সদ্য সমাপ্ত আইপিএলে ১৭টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন অশ্বিন। হরভজন সিংহের পর দ্বিতীয় অফ-স্পিনার হিসেবে প্রতিযোগিতায় ১৫০টি উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। কিন্তু অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে আরও আগ্রাসী বোলিং প্রত্যাশা করেন সঙ্গকারা। পরের আইপিএলে তিনি অশ্বিনকে আরও আগ্রাসী বোলার হিসেবে দেখতে চান।

সঙ্গকারা বলেছেন, ‘‘অশ্বিন আমাদের দলের হয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। ও একজন সেরা মানের ক্রিকেটার। প্রচুর সাফল্য পেয়েছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় ওর উন্নতি করার সুযোগ রয়েছে। সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। চাইব অশ্বিন আরও বেশি করে অফ-স্পিন বল করুক।’’

Advertisement

আইপিএল ফাইনালে অশ্বিন তেমন ভাল পারফর্ম করতে পারেননি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে করেছেন ৬ রান। ৩ ওভার বল করে ৩২ রান দিলেও উইকেট পাননি। প্রতিযোগিতায় বোলার অশ্বিনের সেরা পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭ রানে ৩ উইকেট। প্রতিযোগিতায় বোলার অশ্বিনের সামগ্রিক পারফরম্যান্সেও তেমন সন্তুষ্ট নন সঙ্গকারা। সম্ভবত সে কারণেই তিনি অভিজ্ঞ অফ-স্পিনারকে আরও বেশি করে বোলিংয়ের উপর নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন