RCB

IPL 2022: ২০৬ রান তুলে দিল! পঞ্জাবের বিধ্বংসী ব্যাটারদের দেখে অবাক বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসি

ওডিন স্মিথের খেলায় মুগ্ধ হয়ে রয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, “আমরা মাঝের দিকে ভাল বল করছিলাম। কিন্তু আমরা জানি স্মিথ কী করতে পারে। তাই সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। শেষের দিকে শাহরুখ খানও বিধ্বংসী হয়ে ওঠে।” নিজের ইনিংস নিয়েও খুশি আরসিবি অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১১:২৩
Share:

বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ছবি: আইপিএল

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০৫ রান তুলেও হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এক ওভার বাকি থাকতেই ২০৮ রান তুলে দিয়েছে পঞ্জাবের বিধ্বংসী ব্যাটাররা। তাঁদের সেই ইনিংস দেখে অবাক হয়ে গিয়েছেন আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও।

পঞ্জাব ইনিংসের শুরুতে ২৪ বলে ৩২ রান করেন ময়ঙ্ক অগ্রবাল। অন্য ওপেনার শিখর ধবন ২৯ বলে ৪৩ রান করেন। তিন নম্বরে নেমে ভানুকা রাজাপক্ষ ২২ বলে ৪৩ রান করেন। শেষ বেলায় ৮ বলে ২৫ রান করা ওডিন স্মিথের দাপট অবাক করে দিয়েছে সকলকে। ম্যাচ শেষে ডুপ্লেসি বলেন, “১০ রানের মাথায় সম্ভবত আমরা স্মিথের ক্যাচ ফেলে দিই। ক্যাচ ধরতে হবে। ক্যাচ নিলে ম্যাচ জেতা যায়। শিশির ছিল। বোলারদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল। তবে আমার মনে হয় বল হাতে ওরা ভালই খেলেছে।”

Advertisement

ওডিন স্মিথের খেলায় মুগ্ধ হয়ে রয়েছেন ডুপ্লেসি। তিনি বলেন, “আমরা মাঝের দিকে ভাল বল করছিলাম। কিন্তু আমরা জানি স্মিথ কী করতে পারে। তাই সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। শেষের দিকে শাহরুখ খানও বিধ্বংসী হয়ে ওঠে।” নিজের ইনিংস নিয়েও খুশি আরসিবি অধিনায়ক।

শুরুতে মন্থর ভাবে খেলছিলেন ডুপ্লেসি। ক্রিজে কিছুটা সময় কাটানোর পর মারতে শুরু করেন তিনি। স্মিথের ওভারেই ঝড় তুলেছিলেন তিনি। বিরাট কোহলীর সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন ডুপ্লেসি। ৫৭ বলে ৮৮ রান করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। অন্য দিকে বিরাট ২৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন