Virat Kohli

Harry Kane: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের পাশে ইংল্যান্ডের বর্তমান ফুটবল অধিনায়ক

ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক বলেছেন, ‘‘আমার প্রিয় দল আরসিবি। আমি ভাগ্যবান কারণ বিরাট কোহলীর সঙ্গে কয়েক বার দেখা এবং কথা বলার সুযোগ হয়েছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৯:০৫
Share:

কোহলীর সঙ্গে কেন। ছবি: টুইটার

বিরাট কোহলীর ভক্তের অভাব নেই। ক্রিকেট বিশ্বের বাইরের বহু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন কোহলীর ভক্তকূলে। তাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক হ্যারি কেন।

বেশ কিছু দিন ধরেই চেনা ছন্দে দেখা যাচ্ছে না কোহলীকে। আইপিএলেও তাঁর ব্যাটে রানের খরা। পর পর দু’টি ম্যাচে প্রথম বলেই আউট হয়েছেন। কোহলীর ব্যাটিং নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। কিন্তু সেই দলে নাম লেখাতে নারাজ কেন। টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার আইপিএলের নিয়মিত দর্শক। তাঁর প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কোহলী।

Advertisement

কেন বরাবরই কোহলীর ব্যাটিংয়ের ভক্ত। দু’জনের একাধিক বার দেখা হয়েছে। সেই কথা মনে করিয়ে দিয়ে ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক বলেছেন, ‘‘আমার প্রিয় দল আরসিবি। আমি ভাগ্যবান কারণ বিরাট কোহলীর সঙ্গে কয়েক বার দেখা এবং কথা বলার সুযোগ হয়েছে।’’ কোহলী সম্পর্কে নিজের মুগ্ধতার কথা বলতে গিয়ে ইংল্যান্ডের ফুটবলার আরও বলেছেন, ‘‘কোহলীর ব্যাটিং দেখতে অসাধারণ লাগে। ও সেই মানুষ যার পা থাকে মাটিতে। ওর ব্যাটিংয়ে আগুন রয়েছে। আবেগ রয়েছে। ওকে খেলতে দেখা সত্যিই দুর্দান্ত ব্যাপার।’’

বেঙ্গালুরুর দল নিয়ে আশাবাদী কেন বলেছেন, ‘‘এ বার দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটারকে নেওয়া হয়েছে। গত বছর ভাগ্য ওদের সঙ্গ দেয়নি। কিন্তু এ বার ওরা ঠিক কাজ করেছে। প্রতিযোগিতায় শুরুটা ভাল হয়েছে। আইপিএলে বেশ কয়েকটা শক্তিশালী দল রয়েছে। ওদের সকলের খেলা দেখতেই আমার বেশ ভাল লাগে। কিন্তু আশা করব আরসিবি ভাল ভাবে এগোবে।’’ একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন ক্রিকেট নিয়ে নিজের ভাল লাগার কথাও বলেছেন। কেনের বক্তব্য, ‘‘আমরা ক্রিকেট খেলতে ভালবাসি। এই মুহূর্তে আইপিএল দেখাটা বেশ উপভোগ করছি।’’

Advertisement

কোহলী ছন্দে না থাকলেও কেন মনে করেন তাঁর বন্ধুর সেরা ছন্দ স্রেফ একটা ইনিংস দূরে। তাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের ব্যাটিং নিয়ে এক দমই উদ্বিগ্ন নন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন