Wriddhiman Saha

Wriddhiman Saha: নতুন দলের হয়ে অবশেষে আত্মপ্রকাশ হল ঋদ্ধির, চোটে নেই হার্দিক

পাঁচ ম্যাচ পর অবশেষে নতুন দলের হয়ে খেলতে নামার সুযোগ পেলেন ঋদ্ধিমান সাহা। ম্যাথু ওয়েডের জায়গায় উইকেটকিপার হিসেবে দলে এলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৯:২৩
Share:

খেলতে চলেছেন ঋদ্ধিমান। ছবি টুইটার

পাঁচ ম্যাচ পর অবশেষে নতুন দলের হয়ে খেলতে নামার সুযোগ পেলেন ঋদ্ধিমান সাহা। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচে গুজরাতের দলে দেখা গেল ঋদ্ধিমানের নাম। ম্যাথু ওয়েডের জায়গায় উইকেটকিপার হিসেবে দলে এলেন তিনি। কুঁচকির চোটের জন্য খেলতে পারবেন না গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন রশিদ খান। আগের ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। সেই চোট এখনও সারেনি বলে জানা গিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেও গুজরাতের হয়ে একেবারেই ভাল খেলতে পারছিলেন না ওয়েড। গত পাঁচ ম্যাচে মাত্র ৬৮ রান করেছিলেন। উইকেটের পিছনেও মাঝে মাঝেই ব্যর্থতা ধরা পড়ছিল। নেটমাধ্যমেও উঠেছিল ঋদ্ধিমানকে খেলানোর দাবি। তবে ধৈর্য রাখতে চাইছিল গুজরাত। সেই ধৈর্য পাঁচ ম্যাচের বেশি স্থায়ী হল না।

Advertisement

আইপিএলে এখনও পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলেছেন ঋদ্ধিমান। মোট ২২১০ রান করেছেন তিনি। একটি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে তাঁর। গত বার পঞ্জাব কিংস দলে ছিলেন তিনি। খেলেছিলেন ৯টি ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন