কেনের আফসোস

দীর্ঘ দিন আইপিএলের বাইরে থাকার পরে ফিরে এসেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তাও আফসোস যাচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়ক কেন্‌ উইলিয়ামসনের। কী সেই আফসোস?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০৩:৪২
Share:

দীর্ঘ দিন আইপিএলের বাইরে থাকার পরে ফিরে এসেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তাও আফসোস যাচ্ছে না নিউজিল্যান্ড অধিনায়ক কেন্‌ উইলিয়ামসনের। কী সেই আফসোস? উইলিয়ামসন বলেছেন, ‘‘আমি যদি ক্রিস গেলের মতো ছয় মারতে পারতাম!’’

Advertisement

আইপিএলের ওয়েবসাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেছেন, ‘‘আমার গেমপ্ল্যানটা খুব সহজ। আমি নিজের শক্তি অনুযায়ী খেলতে চাই। টি-টোয়েন্টিতে এমন অনেক ক্রিকেটার আছে যারা বলটাকে বহু দূরে পাঠাতে পারে। কিন্তু আমার শারীরিক গঠন হয়তো বিগ শট খেলার মতো নয়। ক্রিস গেলের মতো ছক্কা আমিও মারতে চাই। কিন্তু জানি সেটা সম্ভব নয়।’’এত দিন রিজার্ভ বেঞ্চে বসেও কোনও ক্ষোভ নেই উইলিয়ামসনের। বরং তিনি বলছেন, ‘‘বাকিরা দুর্দান্ত খেলছিল। আমি শুধু নিজেকে তৈরি রাখছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement