IPL 2024 Winner

আইপিএল জেতার পর আরও একটি স্বপ্ন পূরণ করতে চাইছেন রিঙ্কু, কী চাইছেন কেকেআরের ক্রিকেটার?

সাত বছর ধরে কেকেআরের সঙ্গে যুক্ত থাকার পর এ বার স্বপ্ন পূরণ হয়েছে আইপিএল জেতার। রিঙ্কু সিংহ নিশ্চিত, তিনি বিশ্বকাপও হাতে তুলতে পারবেন তিনি। রবিবার হায়দরাবাদকে হারানোর পর বলেছেন কেকেআরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৪ ১৬:০১
Share:

রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।

গত সাত বছর ধরে কেকেআরের সঙ্গে যুক্ত তিনি। এ বার স্বপ্ন পূরণ হয়েছে আইপিএল জেতারও। রিঙ্কু সিংহ নিশ্চিত যে বিশ্বকাপও হাতে তুলতে পারবেন তিনি। রবিবার হায়দরাবাদকে হারানোর পর এমনই বলেছেন কেকেআরের ক্রিকেটার।

Advertisement

সাড়া জাগিয়েও বিশ্বকাপের মূল দলে সুযোগ পাননি রিঙ্কু। রয়েছেন রিজ়ার্ভে। তবে আমেরিকায় যাচ্ছেন দলের সঙ্গে। সেই রিঙ্কু জিয়ো সিনেমায় বলেছেন, “আপাতত আমি নয়ডায় যাব। সেখান থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেব। আপনারা দেখে নেবেন, আমি বিশ্বকাপও হাতে তুলব।”

গোটা আইপিএলে কেকেআর যে ভাবে দল হিসাবে খেলেছে তার প্রশংসা করেছেন রিঙ্কু। তাঁর কথায়, “কোনও এক জনকে কৃতিত্ব দেওয়া যাবে না। প্রত্যেকের পরিশ্রম রয়েছে। গৌতম গম্ভীর স্যর আসার পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে। সুনীলকে ওপেনিংয়ে আনার কথাই ভাবুন। দারুণ ব্যাট করেছে। বাকি ব্যাটারেরাও ভাল খেলেছে। বোলিং বিভাগকেও ধন্যবাদ দিতে হবে। গত পাঁচ-ছ’টা ম্যাচে প্রত্যেকে ভাল খেলেছে।”

Advertisement

ফাইনালে ব্যাট করতে নামেননি আন্দ্রে রাসেল। তবে প্রতিযোগিতায় কিছু ম্যাচে তাঁর ছক্কা নজর কেড়ে নিয়েছে। সেই প্রসঙ্গে রাসেল বলেছেন, “সামনের পা খুব বেশি এগিয়ে খেলছি না। যতটা সম্ভব ক্রিজ়‌ে দাঁড়িয়ে থেকে বলের অপেক্ষা করি। যদি কেউ ওয়াইড ইয়র্কার দেওয়ার চেষ্টা করে, তা হলে অফ স্টাম্পে দাঁড়িয়ে থাকার কারণে আমি সহজেই বলের কাছাকাছি পৌঁছে যেতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement