KKR vs RCB

ইডেনে কোহলিদের বিরুদ্ধে জয়! আইপিএলের পয়েন্ট তালিকায় কোথায় রয়েছে কেকেআর?

আইপিএলে রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাল কলকাতা। ১ রানে জিতেছে কেকেআর। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হারতে হয়নি। জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ২১:০৫
Share:

কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল

আইপিএলে রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাল কলকাতা। পরতে পরতে যে ম্যাচের রং বদলেছে, সেই ম্যাচে ১ রানে জিতেছে কলকাতা। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হারতে হয়নি। জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। আগের দিন হায়দরাবাদ জেতায় কেকেআর তিনে নেমে গিয়েছিল। শ্রেয়স আয়ার আবার প্লে-অফের দৌড়ে নিজেদের বজায় রাখল।

Advertisement

বেঙ্গালুরু ম্যাচের পর সাত ম্যাচে পাঁচটি জিতল কেকেআর। ১০ পয়েন্ট হল তাদের। রান রেট ১.২০৬। মাত্র এক রানে জেতায় রান রেট একটু কমল বটে। কিন্তু এখনও একের উপরেই রয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান। তারা সাতটির মধ্যে ছ’টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। তৃতীয় স্থানে হায়দরাবাদ। কলকাতার মতো তাদেরও ১০ পয়েন্ট। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে।

চারে রয়েছে চেন্নাই। তারা সাতটির মধ্যে চারটি জিতে আট পয়েন্ট পেয়েছে। রান রেটট ০.৫২৯। পাঁচে থাকা লখনউয়েরও আট পয়েন্ট। রান রেটে (০.১২৩) পিছিয়ে থাকায় তারা পাঁচে রয়েছে। ছ’পয়েন্ট রয়েছে তিনটি দলের। তাদের মধ্যে মুম্বই রান রেটে (-০.১৩৩) বাকিদের থেকে এগিয়ে। দিল্লি এবং গুজরাত রয়েছে সাত এবং আট নম্বরে। চার পয়েন্ট নিয়ে পঞ্জাব নয়ে। বিরাট কোহলির বেঙ্গালুরু সবার শেষে। আট ম্যাচে মাত্র দু’পয়েন্ট তাদের। প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন