IPL 2024

পরিশ্রম করলে ফল ঠিক পাওয়া যায়, কেকেআরকে জিতিয়ে তৃপ্ত ৫০০তম ম্যাচ খেলা নারাইন

নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচে কেকেআরকে জয় এনে দিতে পেরে খুশি নারাইন। ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী ছিলেন। কৃতিত্ব দিয়েছেন সাপোর্ট স্টাফদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ২৩:৪০
Share:

সুনীল নারাইন। ছবি: আইপিএল।

নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন সুনীল নারাইন। ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিজ়ের অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর ২২ বলে ৪৭ রানের ইনিংস কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি বল হাতেও দলকে ভরসা দিয়েছেন তিনি। যদিও প্রশ্ন উঠতে পারে তাঁর ফিল্ডিং নিয়ে।

Advertisement

শুক্রবার ম্যাচের পর মজা করে নারাইন বলেন, ‘‘এটা একটা দারুণ মাইলফলক। আশা করি আরও ৫০০ করতে পারব। এমন পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভাল লাগে। আমি আত্মবিশ্বাসী ছিলাম। দলে সাপোর্ট স্টাফেরাও যথেষ্ট সাহায্য করেছেন। আসলে পরিশ্রম করলে তার ফল ঠিকই পাওয়া যায়।’’

ম্যাচের সেরা ক্রিকেটার হতে পেরে খুশি নারাইন। বল হাতে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এ প্রস‌ঙ্গে বলেছেন, ‘‘পাওয়ার প্লেতে বল করা সব সময় কঠিন। সে সময় রান একটু বেশি খরচ হয়েছে। পরে বল করার সময় সেটা মাথায় রাখিনি। তখন সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। চেষ্টা করি দলের সাফল্যে সব সময় অবদান রাখার। দলের সবাই পাশে থাকলে আত্মবিশ্বাস পাওয়া যায়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন