IPL 2023

মুম্বইয়ের কাছে কোন পথে হারল কলকাতা?

ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার রেকর্ড একেবারেই ভাল নয়। সেই মাঠেই নামছে নীতীশ রানার কলকাতা। জয়ের রাস্তায় কি ফিরতে পারবে তারা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:০২
Share:

হেরে গেল কলকাতা।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৯:১১ key status

সূর্য আউট

শার্দূল ঠাকুরের বলে আউট সূর্যকুমার। ৪৩ রানে সাজঘরে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৯:০৫

মুম্বই ১৬ ওভারে ১৭১-৩

সূর্য ৪৩ এবং টিম ডেভিড ১৭ রানে ক্রিজে।

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৪ key status

আউট তিলক

প্রথম উইকেট সুযশের। বোল্ড হলেন তিলক।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:৩৯ key status

মুম্বই ১২৩-২

ব্যাপক মারছেন সূর্যকুমার। লকি ফার্গুসনের ওভারে দুটি ছয় মারলেন। ৫৪ বলে ৬৩ দরকার মুম্বইয়ের। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:২২ key status

ঈশান আউট

কেকেআরের প্রত্যেক বোলারকেই পেটাচ্ছিলেন ঈশান। বরুণকে ছয় মারার পরের বলেই বোল্ড হলেন। ২৫ বলে ৫৮ রান করলেন।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:১৮ key status

ঈশানের অর্ধশতরান

২১ বলে অর্ধশতরান করলেন মুম্বইয়ের ওপেনার।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:১২ key status

মুম্বই ৬ ওভারে ৭২-১

ঈশান ৪৫ এবং সূর্য ৫ রানে ক্রিজে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:০৬ key status

রোহিত আউট

খুব খারাপ শট খেললেন রোহিত। তার থেকেও ভাল ক্যাচ উমেশ যাদবের। মুম্বই অধিনায়ক ফিরলেন ২০ রানে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৮:০৩ key status

মুম্বই ৪ ওভারে ৫৭-০

ঈশান ১৫ বলে ৪২ এবং রোহিত ৯ বলে ১৩ রানে ক্রিজে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:৫২

মুম্বই ২ ওভারে ১৮-০

শার্দূল এক ওভারে ১৬ রান দিলেন।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:৪৫

মুম্বই ১ ওভারে ২-০

ফিল্ডিং করেননি। কিন্তু ব্যাট করতে নেমে পড়লেন রোহিত। 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:২৭ key status

২০ ওভারে ১৮৫ তুলল কলকাতা

শেষ দিকে রান তোলার গতি কমে যাওয়ায় দুশো রান পেরোতে পারল না কলকাতা।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:১৮ key status

রিঙ্কু আউট

১৮ বলে ১৮ রানে আউট রিঙ্কু। মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেলেন না তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৭:০৬ key status

বেঙ্কটেশের শতরান

৪৯ বলে শতরান করলেন কলকাতার ব্যাটার। ওয়াংখেড়ের মাঠে দুর্দান্ত ইনিংস খেললেন তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৫৭ key status

কলকাতা ১৫ ওভারে ১৪০-৪

ক্রিজে বেঙ্কটেশ ৯৭ এবং রিঙ্কু ৬ রানে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৪০ key status

কলকাতা ১২ ওভারে ১১৭-৩

বেঙ্কটেশ ৮৩ এবং শার্দূল ১০ রানে ক্রিজে।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ key status

কলকাতা ১১ ওভারে ১০৪-৩

আগ্রাসী খেলছেন বেঙ্কটেশ। ৭৬ রানে ক্রিজে খেলছেন।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:২৪ key status

অর্ধশতরান বেঙ্কটেশের

চাপের মুখে ভাল ইনিংস খেললেন বেঙ্কটেশ। ২৩ বলে অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:১০ key status

ফের ব্যর্থ গুরবাজ

১২ বলে ৮ রান করে বিদায় নিলেন কেকেআরের ওপেনার।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৫৭ key status

কলকাতা ৪ ওভার ৩৯-১

ক্রিজে আয়ার ২৪ এবং গুরবাজ ৬ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement