যোগ দিচ্ছেন মুস্তাফিজুর

পরপর দু’ম্যাচে জয় তুলে নিয়ে আত্নবিশ্বাস তুঙ্গে এখন সাইনাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের। গত বারের চ্যাম্পিয়ন দলের সমর্থকরা আরও উচ্ছ্বসিত হতে পারেন সানরাইজার্সের কোচ টম মুডির কথায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৩:৫৬
Share:

পরপর দু’ম্যাচে জয় তুলে নিয়ে আত্নবিশ্বাস তুঙ্গে এখন সাইনাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের। গত বারের চ্যাম্পিয়ন দলের সমর্থকরা আরও উচ্ছ্বসিত হতে পারেন সানরাইজার্সের কোচ টম মুডির কথায়। যিনি বলছেন দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান দ্রুত দলে যোগ দিতে তৈরি। ‘‘মুস্তাফিজুর দু-এক দিনের মধ্যেই পৌঁছে যাচ্ছে। ও ফিট। দলে যোগ দেওয়ার পরে মুস্তাফিজুরকে প্রথম একাদশে রাখার কথা ভাবা হবে,’’ বলেন মুডি। কথা প্রসঙ্গে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের উচ্ছ্বসিত প্রশংসা করে মুডি বলেন, তিনি রশিদের দুরন্ত পারফরম্যান্স দেখে একেবারেই অবাক হননি। তিনি বলেন, ‘‘অবাক কেন হব! এই কারণেই তো আইপিএল নিলামে ওকে দলে নিতে আমরা মরিয়া ছিলাম। ওকে গত এক বছর ধরে দেখেছি। জানি ওর ক্ষমতা।’’

Advertisement

আরও পড়ুন: ম্যাড ম্যাক্সের প্রশংসায় পন্টিং

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement