Kohli-Naveen Controversy

কোহলির নাম শুনলেই তেতে ওঠেন নবীন! রোহিতদের বিরুদ্ধে ৪ উইকেটের নেপথ্যে বিরাটই

বিরাট কোহলির নাম শুনলেই তেতে ওঠেন নবীন উল হক। তাতে মাঠে আরও ভাল খেলার চেষ্টা করেন তিনি। এমনই জানিয়েছেন লখনউয়ের পেসার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১১:৫৫
Share:

আইপিএলে মাঠের মধ্যেই বিবাদে জড়ান নবীন উল হক ও বিরাট কোহলি। —ফাইল চিত্র

বিরাট কোহলির সঙ্গে বিবাদের পর থেকে নবীন উল হক যে মাঠেই খেলছেন সেখানেই তাঁকে দেখে ‘কোহলি, কোহলি’ চিৎকার করছেন দর্শকরা। তাতে নাকি তাঁর সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন আফগানিস্তানের পেসার। কোহলির নাম শুনলে আরও ভাল বল করার তাগিদ জাগে তাঁর মনে। তবে কি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নবীনের ৪ উইকেট নেওয়ার নেপথ্যে রয়েছেন কোহলি!

Advertisement

চেন্নাইয়ের মাঠে বার বার নবীনকে দেখে কোহলির নাম নিয়ে চিৎকার করেছেন দর্শকেরা। ম্যাচ শেষে সেই বিষয়ে আফগান পেসার বলেছেন, ‘‘আমার তো ভালই লাগে। মাঠে যখন সবাই ওর (পড়ুন কোহলির) নাম নিয়ে চিৎকার করেন তখন ভাল খেলার তাগিদ আরও বেড়ে যায়। মুম্বইয়ের বিরুদ্ধেও সেটাই হয়েছে।’’

কোহলির সঙ্গে বিবাদে জড়ানোয় সমালোচনা হয়েছে নবীনের। কিন্তু তিনি বাইরের কোনও সমালোচনা গায়ে মাখেন না বলে জানিয়েছেন গৌতম গম্ভীরদের দলের পেসার। নবীন বলেছেন, ‘‘বাইরে কে কী বলল সে দিকে আমি মাথা ঘামাই না। শুধু নিজের খেলার দিকে নজর দিই। আমরা পেশাদার খেলোয়াড়। তাই গ্যালারিতে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সমাজমাধ্যমে কার সমালোচনা হচ্ছে, সে সব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এগুলো খেলার অঙ্গ। সেটা নিয়েই চলতে হবে।’’

Advertisement

কোহলি-বিতর্কে নবীনের পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি নিজেও কোহলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। তার জন্য ম্যাচ ফি কেটে নেওয়া হলেও নবীনের পাশেই থেকেছেন গৌতি। নবীন জানিয়েছেন, গম্ভীরের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নবীন বলেছেন, ‘‘গম্ভীর ভারতের কিংবদন্তি ক্রিকেটার। ওঁর কাছে অনেক কিছু শেখার রয়েছে। যে ভাবে উনি দলের সবার পাশে থাকেন তা এক কথায় অসাধারণ। আমিও এ ভাবে দলের পাশে থাকতে চাই।’’

রোহিত শর্মাদের বিরুদ্ধে ৪ উইকেট নিলেও শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ হারতে হয়েছে নবীনদের। ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানে হেরে এ বারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে লখনউকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন