Sports News

ধোনির পরামর্শ নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে বাজিমাত স্মিথের

অধিনায়কত্ব বদলে গিয়েছে। ব্যাটন চলে গিয়েছে অন্য এক জনের হাতে। কিন্তু কঠিন পরিস্থিতিতে আজ ছুটে যেতে হয় ভারতের সব থেকে সফল অধিনায়কের কাছেই। সে বিদেশি হোক বা স্বদেশী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ১৫:৫৯
Share:

পুণে-মুম্বই ম্যাচ শেষে ধোনি ও হরভজন। ছবি: পিটিআই।

অধিনায়কত্ব বদলে গিয়েছে। ব্যাটন চলে গিয়েছে অন্য এক জনের হাতে। কিন্তু কঠিন পরিস্থিতিতে আজ ছুটে যেতে হয় ভারতের সব থেকে সফল অধিনায়কের কাছেই। সে বিদেশি হোক বা স্বদেশী।

Advertisement

আরও খবর: ধোনি নিয়ে হর্ষ গোয়েন্‌কা ‘ইউ টার্ন’, টুইটারে ট্রোল

গত মরসুমে রাইজিং পুণে সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনিই। কিন্তু এই মরসুমে তাঁকে আর অধিনায়ক রাখা হয়নি। বরং কোনও জল্পনা ছাড়াই ধোনির হাত থেকে অধিনায়কত্ব কেড়ে তুলে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের হাতে। কিন্তু আজও সেই স্টিভ স্মিথকে কঠিন সময়ে ছুটে যেতে হয় ধোনির কাছে। ধোনির অবশ্য দলের স্বার্থে নিজের অভিজ্ঞতা অনুযায়ী উপদেশ দিতে কোনও সমস্যা হয় না। অধিনায়ক না থাকলেও স্টিভ যখন ছুটে আসেন তখন তাঁকে পুরোটাই উজার করে দেন।

Advertisement

ঠিক যেমনটা ঘটল মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে। শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছিল পুণে। শেষ ওভারের আগে দেখা যায় স্টিভ স্মিথ ছুটে যান ধোনির কাছে। বেশ কিছুক্ষণ কথা বলেন। ধোনি ফিল্ড সাজানোর কথা বোঝাচ্ছিলেন হাত দিয়ে। সঙ্গে যোগ দেন অজিঙ্ক রাহানে। ধোনি চিরকালই তাঁর অসাধারণ ম্যাচ রিডিংয়ের জন্য খ্যাত। সেটাকেই কাজে লাগাতে হয়ত তাঁর কাছে ছুটে গিয়েছিলেন বর্তমান পুণে অধিনায়ক। তার পর বেশ কিছুক্ষণ কথা। পুরোটাই দেখা গেল ধোনি কিছু বোঝাচ্ছেন। সবটা শুনে আবার নিজের জায়গায় ফিরলেন তিনি। পরে স্মিথ বলেন, ‘‘আমার দলে এমন অনেকেই আছে যাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু অনেক বেশি উপদেশ নিলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। আমি চেষ্টা পরিষ্কার মাথায় সিদ্ধান্ত নিতে। কিন্তু কেউ যদি মনে করে তাঁর কোনও বিষয়ে কোনও মন্তব্য রয়েছে তা হলে সব সময় বলতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন