সানরাইজার্স জয়ী ১৫ রানে

ব্রাত্য জনে জয়ের গান

লড়াইটা হওয়ার কথা ছিল দু’টো টিমের বোলিং শক্তির মধ্যে। কিন্তু দেখা গেল, বুধবার লড়াইটা হয়ে দাঁড়াল দুই টিমের ব্যাটসম্যানদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০৩:৪৯
Share:

লড়াইটা হওয়ার কথা ছিল দু’টো টিমের বোলিং শক্তির মধ্যে। কিন্তু দেখা গেল, বুধবার লড়াইটা হয়ে দাঁড়াল দুই টিমের ব্যাটসম্যানদের।

Advertisement

গত বছর প্রথম কয়েকটা ম্যাচ খেলার পরে সানরাইজার্স হায়দরাবাদ দলটা থেকে ব্রাত্য হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন্‌ উইলিয়ামসন। সানরাইজার্স কোচ টম মুডি বলেছিলেন, ‘‘আমরা জানি ওর ক্ষমতা কতটা। ওকে বাইরে রাখার সিদ্ধান্তটা খুব কঠিন ছিল।’’ এই আইপিএলের প্রথম পাঁচটা ম্যাচেও বাইরে ছিলেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে দলে ফেরানো হল তাঁকে। আর উইলিয়ামসন জবাব দিলেন ৫১ বলে ৮৯ রান করে ম্যাচ জিতিয়ে।

ডেভিড ওয়ার্নার রান না পেলেও উইলিয়ামসন এবং শিখর ধবন (৫০ বলে ৭০) মিলে সানরাইজার্স-কে ১৯১-৪ স্কোরে পৌঁছে দেন। জবাবে দিল্লির শ্রেয়স আইয়ার ৩১ বলে ৫০ করে একটা চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। দিল্লির ইনিংস থেমে যায় ১৭৬-৫ স্কোরে।

Advertisement

আইপিএল খেলতে আসার আগে টেস্ট সেঞ্চুরি করে এসেছিলেন উইলিয়ামসন। দেখা গেল, সেই ফর্ম ভারতের মাটিতেও ধরে রেখেছেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে উইলিয়ামসন বলছিলেন, ‘‘এখানকার পরিবেশে, পিচের সঙ্গে মানাতে কোনও সমস্যাই হয়নি। খুব ভাল পিচ ছিল। আমরা ঠিক করে নিয়েছিলাম শুরুর দিকটা একটু দেখে গেলে তার পর রান রেট বাড়ানোর দিকে নজর দেব। সেই মতোই খেলে যাই।’’

আরও পড়ুন: পঞ্জাবের সামনে আজ পোলার্ড-পরীক্ষা

আপাতত ছ’টি ম্যাচের মধ্যে চারটে ম্যাচে জিতে দু’নম্বরে উঠে এল সানরাইজার্স। কলকাতা নাইটরাইডার্সের পরেই। তিন এবং চার নম্বরে আছে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ারডেভিলস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন