IPL 2024

ছেলের হয়ে গলা ফাটাননি, ধোনিদের জার্সি পরে চেন্নাই ম্যাচ দেখেছেন কেকেআর স্পিনারের বাবা-মা!

চিপকে সিএসকে-কেকেআর ম্যাচ দেখতে এসেছিলেন বরুণের পরিবারের সবাই। তাঁরা পরেছিলেন চেন্নাইয়ের হলুদ জার্সি। বাড়ির ছেলে খেললেও কেকেআরকে সমর্থন করেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১৯:০৪
Share:

বরুণ চক্রবর্তী। ছবি: আইপিএল।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নিজের পরিবারকেই পাশে পাননি বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের লেগ স্পিনারের আক্ষেপের কথা শোনা গিয়েছে সোমবারের ম্যাচের পর। পরিবারের সকলে চিপকে তাঁর খেলা দেখতে এলেও সমর্থন করেছেন মহেন্দ্র সিংহ ধোনিদের।

Advertisement

চেন্নাইয়ের কাছে এ বারের আইপিএলে প্রথম ম্যাচ হেরেছে কেকেআর। ২০২০ সাল থেকে কেকেআরের হয়ে খেলা বরুণ ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন, তাঁরা পিচের চরিত্র বুঝতে ভুল করেছিলেন। দলের হারের হতাশার পাশাপাশি, তাঁর একটি আক্ষেপও রয়েছে। বরুণ খেলা শেষে বলেছেন, ‘‘আমার পরিবারের সবাই মাঠে এসেছিল খেলা দেখতে। কিন্তু সবার গায়ে ছিল সিএসকের হলুদ জার্সি।’’

ছেলে খেললেও কেকেআরকে সমর্থন করেননি বরুণের বাবা-মাও। কেন? সোমবার কেকেআর অ্যাওয়ে ম্যাচ খেললেও চিপক আসলে বরুণের ঘরের মাঠ। আইপিএলের সময়টুকু বাদ দিলে তামিলনাড়ুর স্পিনার চেন্নাইয়ের মাঠকেই সারা বছর ঘরের মাঠ হিসাবে দেখেন। চেন্নাইয়েই থাকেন তিনি। তাঁর পরিবারের সকলেই তাই সিএসকে সমর্থক। বরুণ কেকেআরের হয়ে খেললেও তাঁদের সমর্থন বদলায়নি। পরিবারের সকলে ক্রিকেটার বরুণের সাফল্য চাইলেও সোমবার ধোনিদের জয় দেখতেই মাঠে এসেছিলেন। চেনা চিপকে পরিবারের সবাই থাকলেও তাঁদের পাশে না পাওয়া বরুণের হারের হতাশা আরও বৃদ্ধি করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন