Cricket

দ্রাবিড়, যুবি, ধোনি... ফেয়ারওয়েল না পাওয়াদের নিয়ে অভিনব ম্যাচের প্রস্তাব পাঠানের

রামধনুর মতো বাঁক খাওয়ানো সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত পাঠান নিজেই বেছে নিয়েছেন প্রাক্তনদের একাদশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ১৩:১৯
Share:

পাঠানের অভিনব প্রস্তাব। —ফাইল চিত্র।

দেশের জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েও ফেয়ারওয়েল ম্যাচ পাননি ভারতের একাধিক তারকা ক্রিকেটার।

Advertisement

রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংহ বা সদ্য অবসরের গ্রহে চলে যাওয়া মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নারা পাননি সেন্ড অফ বা ফেয়ারওয়েল ম্যাচ।

এ রকম পরিস্থিতিতে বিদায়ী ম্যাচ না খেলেই অবসর নেওয়া ভারতীয় তারকাদের সঙ্গে বর্তমান ভারতীয় দলের একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেন ইরফান পাঠান। সোশ্যাল সাইটে পাঠান লিখেছেন, ‘‌‘‌অবসর নেওয়া অনেক ক্রিকেটারই ফেয়ারওয়েল ম্যাচ পাননি। তাঁদের বিদায়ী ম্যাচের কথা বলেন অনেকেই। ফেয়ারওয়েল না পাওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি একটা দলের সঙ্গে যদি বর্তমান ভারতীয় দলের চ্যারিটি তথা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হয়, তা হলে কেমন হবে?’’

Advertisement

আরও পড়ুন: বায়ার্নের প্রেসিং ফুটবলের নেপথ্যে ট্রেনিং প্রক্রিয়াও

রামধনুর মতো বাঁক খাওয়ানো সুইং বোলিংয়ের জন্য বিখ্যাত পাঠান নিজেই বেছে নিয়েছেন প্রাক্তনদের একাদশ। সেই দলের অধিনায়কের নাম তিনি জানাননি। পাঠানের বেছে নেওয়া সেই দলে রয়েছেন, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, ইরফান পাঠান, অজিত আগরকর, জাহির খান ও প্রজ্ঞান ওঝা।

প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেককেই যথাযথ সম্মান দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই-এর বিরুদ্ধে এমন অভিযোগ অনেক দিনের। পাঠানের প্রস্তাবিত অভিনব ম্যাচ আয়োজন করে বোর্ড কিন্তু নিজেদের দুর্নাম কিছুটা হলেও দূর করতে পারে। অন্তত এমনটাই মনে করছে ক্রিকেটমহলের একাংশ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি সেই রাস্তায় হাঁটবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন