Sports News

বিসিসিআই কি জাতীয় ক্রীড়া সংস্থা, প্রশ্ন সিআইসির

সিআইসি-র এই হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠার পিছনে রয়েছে ওম প্রকাশ কাশীরামের আবেদন।যিনি এই প্রশ্ন তুলে দিয়েছেন, যে আইনত বিসিসিআই-এর ভারতীয় জাতীয় দল নির্বাচনের অধিকার রয়েছে কি না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১৭:২০
Share:

বিসিসিআইকে নিয়ে প্রশ্ন তুলে দিল সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন। প্রশ্ন তুলে দিল বিসিসিআই-এর স্ট্যাটাস নিয়েও। ক্রীড়ামন্ত্রকের কাছে সিআইসি এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। এর পাশাপাশি রামাচন্দ্র গুহর তোলা অভিযোগ নিয়েও জানতে চেয়েছে সিআইসি। সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য রামাচন্দ্র গুহ ‘কনফ্লিক্ট অফ ইনটারেস্ট’ নিয়ে যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে।

Advertisement

আরও খবর: চোট, উইম্বলডনে ফেরা হচ্ছে না শারাপোভার

সিআইসি-র এই হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠার পিছনে রয়েছে ওম প্রকাশ কাশীরামের আবেদন।যিনি এই প্রশ্ন তুলে দিয়েছেন, যে আইনত বিসিসিআই-এর ভারতীয় জাতীয় দল নির্বাচনের অধিকার রয়েছে কি না। তার পরই নড়েচড়ে বসে সেন্ট্রাল ইনফর্মেশন কমিশন। সিআইসির কমিশনার শ্রীধর আচারুলি বিসিসিআইকে ‘পাবলিক অথরিটি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘‘সুস্থ ক্রিকেট পাশাপাশি ম্যাচ গড়াপেটা, কলফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো বিভিন্ন কেলেঙ্কারি থেকে ক্রিকেটকে মুক্ত রাখতে হবে। বিসিসিআইকে পুরোপুরি স্বচ্ছ্ব হতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement