সুনীলদের সামনে লিগ শীর্ষে ওঠার সুযোগ

আজ, বুধবার পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামের ইন্ডিয়ান সুপার লিগের এই ম্যাচের আসল নির্যাস লুকিয়ে এখানেই। সঙ্গে কার্লোস কুদ্রত বনাম জোসেফ গাম্বো—দুই স্পেনীয় কোচেরও একে অন্যকে ছাপিয়ে যাওয়ার ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ০৩:৪১
Share:

শীর্ষে ওঠার সুযোগ সুনীলদের সামনে।—ছবি আইএসএল।

সুনীল ছেত্রীদের সামনে লিগ শীর্ষে ওঠার সুযোগ। অন্যদিকে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ড্র-এর ফাঁস কাটাতে মরিয়া ওড়িশা এফসি।

Advertisement

আজ, বুধবার পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামের ইন্ডিয়ান সুপার লিগের এই ম্যাচের আসল নির্যাস লুকিয়ে এখানেই। সঙ্গে কার্লোস কুদ্রত বনাম জোসেফ গাম্বো—দুই স্পেনীয় কোচেরও একে অন্যকে ছাপিয়ে যাওয়ার ম্যাচ। ছয় ম্যাচ খেলে এখনও অপরাজিত কুদ্রতের বেঙ্গালুরু। অন্য দিকে শেষ তিন ম্যাচে ড্র-এর হ্যাটট্রিক করার পরে পরিস্থিতি পাল্টাতে মরিয়া ওড়িশা। সে জন্যই সম্ভবত এ দিন জোসেফ বিরক্ত হয়েই বলেছেন, ‘‘ওড়িশাকে একটা জয় উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই নামবে ছেলেরা। আমিও সেই দিকে তাকিয়ে আছি।’’ অন্য দিকে লিগ টেবলের তিন নম্বরে থাকা কার্লোস বলেছেন, ‘‘ওড়িশার কোচ সবসময়ই আক্রমণাত্মক ফুটবল খেলায় পছন্দ করেন। ওরা আমাদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার জন্য মরিয়া হবেই। সেটা মাথায় রেখেই খেলতে হবে।’’

গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এ বার একেবারেই সুবিধা করতে পারছে না। ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছেন উদান্ত সিংহরা। এই অবস্থায় এটিকে এবং জামশেদপুরকে টপকে লিগ শীর্ষে ওঠার জন্য মরিয়া সুনীলদের কোচ। তিনি বলেছেন, ‘‘আমরা প্রত্যেকটা ম্যাচেই প্রাধান্য নিয়ে খেলছি। কিন্তু শেষটা ভাল হচ্ছে না। শেষ ম্যাচে হায়দরাবাদের সঙ্গেও এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত সময়ে খেলা ড্র হয়েছে। আসলে গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। তাতে আমি অবশ্য চিন্তিত নই।’’ সুনীলের মতো অভিজ্ঞ গোলদাতা রয়েছে বেঙ্গালুরুতে। তাঁর দিকে তাকিয়ে সবাই। উদান্ত, আশিক কুর্নিয়ানরা এখনও সে ভাবে সফল হতে পারেননি। কুদ্রত অবশ্য তাঁদের আড়াল করে বলেছেন, ‘‘ওরা প্রতিশ্রুতিবান। আজ না হোক কাল সফল হবেই।’’

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগ: বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি (পুণে ৭-৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন