ISL 2020

হাবাসের মতে রয় কৃষ্ণই আইএসএলের সেরা ফুটবলার

ছয় ম্যাচে পাঁচ গোল করলেন কৃষ্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০১:১৮
Share:

রয় কৃষ্ণ ও আন্তোনিও লোপেজ হাবাস। ছবি সংগৃহীত।

এফসি গোয়াকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়ার মধ্যে যে একটা আলাদা তৃপ্তি রয়েছে, তা আন্তোনিও লোপেজ হাবাসকে দেখলেই বোঝা যায়। গতবারের লিগসেরাদের হারিয়ে খুশি ও তৃপ্ত তিনি। ম্যাচের একমাত্র গোলদাতা রয় কৃষ্ণর প্রশংসা করে তাঁকে আইএসএলের সেরা বললেন তিনি।

Advertisement

বুধবার ফতোরদা স্টেডিয়ামে ৮৫ মিনিটের মাথায় তিনিই পেনাল্টি আদায় করেন ও তাঁর করা পেনাল্টি-গোলেই ম্যাচ জিতে লিগ টেবলে দুই নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।

ছয় ম্যাচে পাঁচ গোল করলেন কৃষ্ণ। তাঁকে নিয়ে বেশ গর্বিত হাবাস বুধবার ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “রয় কৃষ্ণ দুর্দান্ত খেলোয়াড়। আমার কাছে আইএসএলে ও-ই সেরা”। এ দিন রয়ের সঙ্গে প্রথম এগারোয় শুরু করেন তাঁর অন্যতম প্রিয় সঙ্গী ডেভিড উইলিয়ামস। প্রথমার্ধে তাঁর একটি জোরালো শট বিপক্ষের পোস্টে লেগে ফিরে আসে। হাবাস বলেন, “ডেভিড উইলিয়ামস আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও এখন সুস্থ হয়ে উঠছে। উইলিয়ামসকে আমাদের প্রয়োজন”।

Advertisement

আরও পড়ুন: বড় স্বস্তি সৌরভের, দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন দাদা

বুধবারের ম্যাচে প্রায়ই এফসি গোয়াকে চাপে রেখেছিল এটিকে মোহনবাগান। নিজেদের এই পারফরম্যান্স নিয়ে খুশি হাবাস বলেন, “বিপক্ষকে চাপে রেখে খেলব কি না, তা নির্ভর করে বিপক্ষের ওপরেই। আজ ওরা সেরা খেলাটা খেলেছে বলে মনে হয়নি। তাই চাপে রাখার সিদ্ধান্তই নিই”। দলের ছেলেদের প্রশংসা করে হাবাস বলেন, “ওরা আজ দারুণ খেলেছে। আসলে আজ আমরা ছন্দে ছিলাম। গেমপ্ল্যানকে একেবারে সঠিক ভাবে কাজে লাগিয়েছে ওরা”।

আরও পড়ুন: কৃষ্ণর গোলে জয়ের রাস্তায় ফিরল এটিকে-মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন