ATK Mohunbagan

মুম্বইয়ের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন পূরণ হল না এটিকে মোহনবাগানের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু হেরেই বসল এটিকে মোহনবাগান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোয়া শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪০
Share:

হতাশ রয় কৃষ্ণ, মনবীর ছবি ফেসবুক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। অন্য দিকে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হত সার্জিও লোবেরার দলকে। তবুও জেতার জন্যই ঝাঁপিয়েছিলেন আন্তনিয়ো লোপেজ হাবাস। কিন্তু হেরেই বসল তাঁর দল। শুরু থেকেই রয় কৃষ্ণদের ওপর চাপ বাড়াতে থাকেন ওগবেচে, ফলরা।

Advertisement

ম্যাচের ৭ মিনিটেই এটিকে মোহনবাগানকে প্রথম আঘাত দেন মোর্তাদা ফল। জাহুর ফ্রিকিক থেকে থেকে তিরিকে বোকা বানিয়ে হেডে এ মরসুমে আইএসলের ১২ তম গোল করে যান তিনি। সবুজ মেরুনের সমস্যা আরও বাড়ে চোটের জন্য অধিনায়ক সন্দেশ ঝিঙ্গন বেরিয়ে যাওয়ায়। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান ওগবেচে। হরমন সান্তানার ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে এলে হেডে গোল করেন তিনি।

এরপর অনেক আক্রমণ করলেও ব্যবধান কমাতে পারেনি এটিকে মোহনবাগান। এই জয়ের ফলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় এক নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল মুম্বই সিটি এফসি। ২০ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৪০। সেমিফাইনালে এটিকে মোহনবাগান খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। আর এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন